Babli Bouncer: মধুর ভান্ডারকরের ছবিতে এবার এই জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী
সম্প্রতি পরিচালক মধুর ভান্ডারকর (Madhur Bhandarkar) তাঁর আগামী ছবির ঘোষণা করলেন। ফক্স স্টার স্টুডিওজ এবং জংলি পিকচার্সের যৌথ প্রযোজনায় আসতে চলেছে 'বাবলি বাউন্সার' (Babli Bouncer)।
![Babli Bouncer: মধুর ভান্ডারকরের ছবিতে এবার এই জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী Tamannaah Bhatia To Play Female Bouncer In Madhur Bhandarkar’s Babli Bouncer Babli Bouncer: মধুর ভান্ডারকরের ছবিতে এবার এই জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/18/174a8169069fc7b080653056d735e5a1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিউড ছবি পরিচালক মধুর ভান্ডারকরের (Madhur Bhandarkar) ছবি মানেই সেখানে থাকবে ভিন্ন কিছু। একাধিক ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। তাঁর ছবিতে উঠে এসেছে কখনও বিতর্কিত কোনও বিষয়, কখনও উঠে এসেছে সমাজের কোনও বিষয়। রুপোলি পর্দায় বিভিন্ন চরিত্রকে জীবন্ত করে তোলার ক্ষেত্রে মধুর ভান্ডারকরের জুড়ি মেলা ভার। এবার এই পরিচালকের ছবিতেই দেখা যেতে চলেছে দক্ষিণের জনপ্রিয় এক অভিনেত্রীকে।
সম্প্রতি পরিচালক মধুর ভান্ডারকর তাঁর আগামী ছবির ঘোষণা করলেন। ফক্স স্টার স্টুডিওজ এবং জংলি পিকচার্সের যৌথ প্রযোজনায় আসতে চলেছে 'বাবলি বাউন্সার' (Babli Bouncer)। আর এই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে (Tamannaah Bhatia)। যদিও এর আগে বেশ কিছু হিন্দি ছবিতে দেখা গিয়েছে। অক্ষয় কুমারের বিপরীতে 'এন্টারটেনমেন্ট' ছবিতে অভিনয় করছেন তিনি। এবার তাঁকে দেখা যেতে চলেছে পরিচালক মধুর ভান্ডারকরের ছবি 'বাবলি বাউন্সার'-এ।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পরিচালক মধুর ভান্ডারকর অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। আরও একটি ছবিতে 'বাবলি বাউন্সার'-এর মহরত লেখা রয়েছে। দুটি ছবি পোস্ট করে লিখেছেন, 'আমার পনেরোতম ছবি। ফের আর একটি আলাদা ধরনের গল্প বলতে আসছি। বাউন্সারদের জগতের অজানা দিক আসছে। মজাদার, আবেগঘন, অসাধারণ রূপকথার গল্প। পরিচয় করুন তামান্না ভাটিয়ার সঙ্গে। এর আগে এমন অবতারে দেখা যায়নি। বাবলি বাউন্সার হয়ে আসছেন তামান্না ভাটিয়া।' অভিনেত্রী তামান্না ভাটিয়াও 'বাবলি বাউন্সার' ছবির জন্য পরিচালকের সঙ্গে ছবি পোস্ট করেছেন। আজ থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং। যদিও ছবিটি কবে মুক্তি পাবে, সে সম্পর্কে এখনও কিছু ঘোষণা করা হয়নি। জানা যাচ্ছে, তামান্না ভাটিয়া ছাড়াও এই ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌরভ শুক্ল, অভিষেক বজাজের মতো অভিনেতারা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)