এক্সপ্লোর

Top Entertainment News Today: গ্রেফতার অভিনেত্রী, প্রকাশ্যে 'বচ্চন পাণ্ডে' ট্রেলার, এক নজরে আজকের সেরা বিনোদনের খবর

টলিউড থেকে বলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।

কলকাতা: টলিউড থেকে বলিউড, বিনোদনের জগতে সারাদিন কোথায় কী হল? এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক সেরা খবরগুলিতে (Top Entertainment News Today)।

সিঙ্গল ফাদারদের জন্য বিশেষ স্ক্রিনিয়ের আয়োজন টিম 'বাবা বেবি ও'-র-

বৃহস্পতিবার সন্ধেয় ‘অল বেঙ্গল মেন’স ফোরাম’-এর জন্য আয়োজন করা হয়েছিল একটি বিশেষ স্ক্রিনিংয়ের। শহরের সমস্ত একা বাবাদের জন্যই সেদিন সেই মাল্টিপ্লেক্সের প্রেক্ষাগৃহ। ‘অল বেঙ্গল মেন’স ফোরাম’-এর পক্ষ থেকে প্রযোজক নন্দিনী ভৌমিক বলেন, ‘ছেলে এবং পুরুষদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তন আনতে চাই আমরা। ‘সিঙ্গল ফাদার’ এবং সারোগেসি সম্পর্কেও মানুষের মনে নানা রকমের ধারণা রয়েছে। আমি যখন জানতে পারি, বাংলা ছবিতে এক সিঙ্গেল ফাদারের গল্প দেখানো হচ্ছে যিনি সারোগেসির মাধ্যমে পিতৃত্ব গ্রহণ করেছেন, তখনই আমার ফোরামের পুরুষ সদস্যদের জন্য একটি বিশেষ স্ক্রিনিং করার কথা ভাবলাম। কথা বললাম প্রযোজনা সংস্থার সঙ্গে। তারপরেই এই আয়োজন করা হয়। খুব ভালো লাগছে এটা দেখে যে, অনেক পুরুষ সদস্যরা এখানে এসেছেন।’

নতুন ছবি আদর-

ফেব্রুয়ারি মাস মানেই আকাশে বাতাসে প্রেম-প্রেম গন্ধ। এই আবহেই মুক্তি পেল পরিচালক সায়ন বসু চৌধুরী পরিচালিত ছবি 'আদর'। ওয়েব প্ল্যাটফর্ম ক্লিক অরজিনালস- এ দেখা যাচ্ছে রোম্য়ান্টিক এই ছবি। 'আদর'- এ অভিনয় করেছেন পার্থ দত্ত, ডোনা সাহা, সুকন্য়া বসু, সুমনা দাস, সুভাষ চট্টোপাধ্য়ায়, সুরজিৎ মাইতি, তুলিকা দাস, জয় মহসিন সহ টলিপাড়ার একাধিক চেনা মুখেরা। গল্পের প্রেক্ষাপট আবর্তিত হয়েছে কলেজ পড়ুয়া এক ছাত্রের জীবনের একটি ঘটনাকে কেন্দ্র করে। নেট দুনিয়ায় ইদানিং সময়ে একটি কথা খুব প্রচলিত হয়েছে, ট্রোলিং। এরকম এক ট্রোলিং-এর ঘটনায় কলেজ পড়ুয়া এক ছাত্রকে অপদস্থ হতে হয় সামাজিক মাধ্যমে। আর সেই কারণেই ধীরে ধীরে নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলে সে। তবে সেই সময় তাকে সামলাতে তার বন্ধু হিসেবে পাশে দাঁড়ায় তার প্রেমিকা। তার ভালোবাসা ও স্নেহে কী আবার স্বাভাবিক জীবনে ফিরবে সেই যুবক। এই ঘটনাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ছবির গল্প।  

রিচা চাড্ডার অভিনব উদ্যোগ-

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা। অভিনেত্রীর হাতে একটি প্ল্যাকার্ড রয়েছে। যেখানে লেখা রয়েছে 'ফ্রি হাগস'। আর পথচলতি যেকোনও মানুষকে জড়িয়ে ধরছেন অভিনেত্রী। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'হ্যাপি রনডম অ্যাক্টস অফ কাইন্ডনেস ডে। দুবছর আগে এই দিনটা আমি এভাবেই কাটিয়েছিলাম। আজকের দিনটা আপনারা কীভাবে উদযাপন করছেন?'

আরও পড়ুন - Toolsidas Junior Release Date: মুক্তির দিন ঘোষণা হল 'তুলসীদাস জুনিয়র' ছবির

গ্রেফতার টলিউড অভিনেত্রী-

জানা গিয়েছে, টলিউড অভিনেত্রী কাব্য থাপার (Kavya Thapar) বৃহস্পতিবার সকালে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। সেই অবস্থাতেই তিনি এক ব্যক্তিকে ধাক্কা মারেন। অভিনেত্রীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। এরপরই স্থানীয় ব্যক্তিদের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসলে তাঁদের সঙ্গে কথা কাটাকাটি এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন অভিনেত্রী কাব্য থাপার। এক মহিলা পুলিশকর্মীর কলার ধরে তাঁর গায়েও হাত তোলার অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে। এমন ঘটনার পরই জুহু থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

কোক স্টুডিও বাংলা-

এর আগে ভারত ও পাকিস্তানের বিখ্যাত শিল্পীদের নিয়ে কোক স্টুডিওর অনুষ্ঠানে ভারতে অত্যন্ত জনপ্রিয় হয়েছে। কোক স্টুডিও-র বাংলার প্রথম সিজনে কোন কোন শিল্পীদের গান শোনা যাবে, এই নিয়ে সঙ্গীতপ্রেমীদের উৎসাহ তুঙ্গে। জানা গিয়েছে, বিভিন্ন প্রজন্মের একঝাঁক শিল্পীকে গান গাইতে শোনা যাবে বাংলা কোক স্টুডিও-তে। এই তালিকায় রয়েছেন, মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, পান্থ কানাই, দিলশাদ নাহার কণা, সামিনা চৌধুরী, মিজানের মতো তারকা শিল্পীরা। একাধিক তরুণ সম্ভাবনাময় শিল্পীদেরও সুযোগ দেওয়া হবে এই কোক স্টুডিওতে। কোক স্টুডিওর পরিবেশনের তালিকায় থাকবে সুফি, ফোক, কাওয়ালি ও শাস্ত্রীয় সঙ্গীত। 

'বচ্চন পাণ্ডে'-র ট্রেলার-

আজ মুক্তি পেয়েছে 'বচ্চন পাণ্ডে' ছবির ট্রেলার। তার ঠিক একমাস পর অর্থাৎ ১৮ মার্চ মুক্তি পাবে এই ছবি। এই ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। 'বচ্চন পাণ্ডে' পরিচালনা করছেন ফারহাদ সামজি। রঙের উৎসবে মুক্তি পাবে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত 'বচ্চন পাণ্ডে'।

রক্তদান হৃত্বিক রোশনের-

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন 'কহোনা পেয়ার হ্যায়' অভিনেতা হৃত্বিক রোশন। যে ছবিতে তাঁকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে। পাশে রয়েছেন দুই চিকিৎসক। রক্তদান করছেন অভিনেতা। উল্লেখ্য, বলিউড তারকা হৃত্বিক রোশনের রক্ত সহজে পাওয়া যায় না। তাঁর রক্তের গ্রুপ বি নেগেটিভ। অনেক সময়ই প্রয়োজনমতো এইগ্রুপের রক্ত না পাওয়ার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন বহু মানুষ। আর সেই কারণেই এই বিশেষ দিনে রক্তদান করলেন অভিনেতা। ছবি পোস্ট করে তিনি লেখেন, 'আমি চিকিৎসকদের জানাই যে আমার ব্লাড গ্রুপ বি নেগেটিভ। যা সহজে পাওয়া যায় না। হাসপাতালগুলোতে প্রায়শই এই গ্রুপের রক্ত মেলে না। ব্লাড ব্যাঙ্কেও সবসময় পর্যাপ্ত পরিমাণে থাকে না। অনেক ধন্যবাদ কোকিলাবেন হাসপাতাল কর্তৃপক্ষকে যে তাঁরা আমাকে রক্তদান করতে সম্মতি দিয়েছেন।' এর পাশাপাশি হাসপাতালের চিকিৎসকদেরকেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। হৃত্বিক রোশনের এমন মানবিক উদ্যোগে গর্বিত বাবা রাকেশ রোশন। কমেন্টে 'গর্বিত তোমার জন্য' লিখেছেন তিনি। এছাড়াও অভিনেতার অনুরাগী ও নেট নাগরিকরাও তাঁর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।

বাড়ি কিনলেন কাজল-

কিছুদিন আগেই জানা গিয়েছিল, নিজের পুরনো বাড়িটি বিপুল দামে ভাড়া দিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। পুরনো বাড়ি ভাড়া দিয়ে স্বামী ও দুই সন্তানসহ নতুন বাড়িতে চলে গিয়েছেন। সেই বাড়ির কাছেই একটি বহুতলে এবার দুটি অ্যাপার্টমেন্ট কিনলেন তিনি। প্রপার্টি পোর্টাল সূত্রে জানা যাচ্ছে, কাজলের কেনা নতুন অ্যাপার্টমেন্ট দুটি দু হাজার স্কোয়্যার ফুটের। পাশাপাশি দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনতে অভিনেত্রীর খরচ পড়েছে প্রায় ১১.৯৫ কোটি টাকার মতো। জানুয়ারি মাসের শেষের দিকেই নতুন বাড়ি কেনার প্রক্রিয়া শুরু করেন অভিনেত্রী। বছরের শুরুর দিকেই খবর পাওয়া গিয়েছিল যে, জুহুতেই ৬০ কোটি টাকা দিয়ে বিলাসবহুল একটি ম্যানসন কিনেছেন বলিউড তারকা অজয় দেবগন। 

মিমি চক্রবর্তীর ভিডিও-

এদিন নিজোর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভিডিওতে দেখা যাচ্ছে, দুই পোষ্যের সঙ্গে খেলায় মগ্ন তিনি। দুই সন্তান তাঁর সামনে বসে রয়েছে। আর দুজনের সামনে তিনি বিস্কুট রাখছেন। একজনের দুটো হাতের উপর। অন্যজনের সামনে। কিন্তু বিস্কুট রাখার পরও কেউ খেয়ে নিচ্ছে না। যখন মিমি চক্রবর্তী তাঁদের খেতে বলছেন, তখনই একমাত্র তাঁরা বিস্কুট খেল। অভিনেত্রীর এমন সভ্য দুই পোষ্যের আচরণে খুশি নেট নাগরিকরা। তাঁরা কমেন্টে অভিনেত্রী এবং তাঁর দুই সন্তানকে ভালোবাসায় ভরিয়েছেন। অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় কমেন্টে লিখেছেন, 'তোমার ছেলেরা সেরা। আমার মেয়েরা তো একেবারেই এর বিপরীত।' 

প্রতারণায় নাকাল সানি লিওনি-

ঋণ নিয়েছেন সানি লিওনি! তাও মাত্র ২০০০ টাকা! না সিনেমার গল্প নয়। সত্যি ঘটনা। তবে সানি নিজে ঋণ নেননি। প্রতারিত হয়েছেন। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী। তাঁর প্যান কার্ড (pan card) সংক্রান্ত তথ্য হাতিয়ে একটি ঋণ প্রদানকারী সংস্থা থেকে দুই হাজার টাকা ঋণ (loan) নিয়েছেন একজন। যার ফলে প্রভাব পড়েছে তাঁর সিবিল স্কোরে (cibil score),টুইটে এমনটাই অভিযোগ করেছিলেন সানি লিওনি। ওই টুইটে তিনি লিখেছিলেন, 'একজন আমার প্যান কার্ডের তথ্য নিয়ে প্রতারণা করেছেন। ওই তথ্য দিয়ে দুই হাজার টাকা ঋণও নিয়েছেন।' ঋণ প্রদানকারী সংস্থা কোনও পদক্ষেপও করছে না বলে টুইটে অভিযোগ জানিয়েছিলেন তিনি।  যদিও ইতিমধ্যেই ওই টুইট (tweet) ডিলিট করেছেন সানি লিওনি। কারণ, তাঁর টুইটের পরেই তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে ওই ঋণপ্রদানকারী সংস্থা। পরে সমস্যা মিটতেই ফের টুইট করেছেন সানি লিওনি, সেই টুইটে দ্রুত সমস্যা সমাধানের জন্য ঋণপ্রদানকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী।

'তুলসীদাস জুনিয়র' ছবির মুক্তির দিন-

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ 'তুলসীদাস জুনিয়র' ছবির পোস্টার শেয়ার করেছেন। পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, 'সঞ্জয় দত্ত, রাজীব কপূর, আশুতোষ গোয়াড়িকর, ভূষণ কুমার অবশেষে তাঁদের ছবির মুক্তির দিন নির্ধারিত করলেন। 'তুলসীদাস জুনিয়র'। স্পোর্টস ড্রামা এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্ত, রাজীব কপূর এবং বরুণ বুদ্ধদেবকে। পরিচালক মৃদুলের এই ছবি মুক্তি পাবে আগামী ৪ মার্চ তারিখে। 'তুলসীদাস জুনিয়র' ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, আশুতোষ গোয়াড়িকর এবং সুনীতা গোয়ারিকর।' প্রসঙ্গত, কিংবদন্তি শিল্পী রাজ কপূরের ছোট ছেলে রাজীব কপূর প্রয়াত হন ২০২১ সালের ৯ জানুয়ারি। জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন তিনি।

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Bangladesh News: 'বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে..', সোমবার সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচি শুভেন্দুদের
'বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে..', সোমবার সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচি শুভেন্দুদের
Chinmoy Krishna Das: মঙ্গলে ফের জামিনের শুনানি, তার আগে নয়া দাবি, বাংলাদেশে চিন্ময়কৃষ্ণের বিপদ কি বাড়বে?
মঙ্গলে ফের জামিনের শুনানি, তার আগে নয়া দাবি, বাংলাদেশে চিন্ময়কৃষ্ণের বিপদ কি বাড়বে?
ISKCON Bangladesh: হামলার কোনও বিরাম নেই, আমরা অসহায়, বাংলাদেশে আরও সন্ন্যাসী গ্রেফতারে আশঙ্কিত কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট
হামলার কোনও বিরাম নেই, আমরা অসহায়, বাংলাদেশে আরও সন্ন্যাসী গ্রেফতারে আশঙ্কিত কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট
Bangladesh News: অফিস থেকে বেরতেই ঘিরে ধরে হেনস্থা, বাংলাদেশে আক্রান্ত হিন্দু মহিলা সাংবাদিক
অফিস থেকে বেরতেই ঘিরে ধরে হেনস্থা, বাংলাদেশে আক্রান্ত হিন্দু মহিলা সাংবাদিক
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh Protest: ভারতে আসার পথে বেনাপোল সীমান্তে আটকে দেওয়া হল বহু ইসকন ভক্তকে।Hirak Rajar Darbar: রাজ্য রাজনীতি নিয়ে সাতকাহন। কী বলছেন হীরক রাজ, কী বলছেন সভাসদরা, হীরক রাজার দরবার?Bangladesh News:বিশ্বজুড়ে ১৫০ টি দেশে ইসকনে প্রার্থনা, জাতীয় পতাকা নিয়ে প্রার্থনায় অংশ নিয়েছেন অনেকেBangladesh News: অশান্ত বাংলাদেশ, হিন্দুদের ওপর বিরামহীন সন্ত্রাস। হিলি সীমান্তে বন্ধ আলু রফতানি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bangladesh News: 'বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে..', সোমবার সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচি শুভেন্দুদের
'বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে..', সোমবার সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচি শুভেন্দুদের
Chinmoy Krishna Das: মঙ্গলে ফের জামিনের শুনানি, তার আগে নয়া দাবি, বাংলাদেশে চিন্ময়কৃষ্ণের বিপদ কি বাড়বে?
মঙ্গলে ফের জামিনের শুনানি, তার আগে নয়া দাবি, বাংলাদেশে চিন্ময়কৃষ্ণের বিপদ কি বাড়বে?
ISKCON Bangladesh: হামলার কোনও বিরাম নেই, আমরা অসহায়, বাংলাদেশে আরও সন্ন্যাসী গ্রেফতারে আশঙ্কিত কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট
হামলার কোনও বিরাম নেই, আমরা অসহায়, বাংলাদেশে আরও সন্ন্যাসী গ্রেফতারে আশঙ্কিত কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট
Bangladesh News: অফিস থেকে বেরতেই ঘিরে ধরে হেনস্থা, বাংলাদেশে আক্রান্ত হিন্দু মহিলা সাংবাদিক
অফিস থেকে বেরতেই ঘিরে ধরে হেনস্থা, বাংলাদেশে আক্রান্ত হিন্দু মহিলা সাংবাদিক
West Bengal News Live:  বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত! রাত পেরোলেই সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচি শুভেন্দুদের
বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত! রাত পেরোলেই সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচি শুভেন্দুদের
Best Stocks To Buy: সোমবার বাজার খুলতেই ছুটবে এই ৬ স্টক ! বিশেষজ্ঞরা দিচ্ছেন নেওয়ার পরামর্শ
সোমবার বাজার খুলতেই ছুটবে এই ৬ স্টক ! বিশেষজ্ঞরা দিচ্ছেন নেওয়ার পরামর্শ
চ্যালেঞ্জ হাজির হবে কার সামনে ? লাভের পথে হাঁটবেন কারা ? তুলা থেকে মীন - সাপ্তাহিক রাশিফল
চ্যালেঞ্জ হাজির হবে কার সামনে ? লাভের পথে হাঁটবেন কারা ? তুলা থেকে মীন - সাপ্তাহিক রাশিফল
সমস্যাবহুল সপ্তাহ নাকি সৌভাগ্য বয়ে আনবে সাতদিন ? মেষ থেকে কন্যা - সাপ্তাহিক রাশিফল
সমস্যাবহুল সপ্তাহ নাকি সৌভাগ্য বয়ে আনবে সাতদিন ? মেষ থেকে কন্যা - সাপ্তাহিক রাশিফল
Embed widget