Bollywood Teachers' Day special: 'হিচকি' থেকে 'সুপার ৩০', একের পর এক ছবিতে দর্শকের মন জয় করেছে পর্দার যে শিক্ষকরা...
Teachers' Day 2023 special: একজন ট্যুরেট সিনড্রোমে আক্রান্ত শিক্ষকের ভূমিকায় 'হিচকি' ছবিতে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্য়ায়।
কলকাতা: যুগের হাওয়ায় তাল মিলিয়ে বদলেছে সময়। বদলেছে যে কোনও উৎসব পালনের ধরন। তবে আমেজ, উৎসাহ সেই একই। আজ ৫ সেপ্টেম্বর। দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস (Teacher's Day)। স্কুল-কলেজ থেকে শরু করে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই (school) আজ উৎসবের আমেজ, সাজো সাজো রব। গতে বাধা পড়াশোনা থেকে আজ ছুটি। সারাবছর শিক্ষকদের অবদানকে আজ সম্মান জানানোর দিন। বলিউডের দিকে চোখ রাখলেও দেখা যাবে শিক্ষক-ছাত্রের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে একাধিক ছবি। যা মন ছুঁয়ে গেছে আপামর দর্শকের। যার মধ্য়ে অন্য়তম 'সুপার ৩০', 'তারে জমিন পার', 'হিচকি', 'ব্ল্য়াক', 'ইকবাল', 'পরিচয়' আরও অনেক। (Bollywood)
সুপার ৩০
'সুপার ৩০'-ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক রোশন। আনন্দ কুমারের ভূমিকায় অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন জুনিয়র রোশন। আনন্দ কুমার বাস্তব জীবনে একজন গণিতবিদ যিনি সুবিধাবঞ্চিত ছাত্রদের সম্মানজনক আইআইটি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করার জন্য পরামর্শ দেন। এই চরিত্রকেই অনবদ্য়ভাবে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন হৃতিক।
আরও পড়ুন...
বর্ণপরিচয়ে হাতেখড়ি থেকে জীবনযুদ্ধের শিক্ষা দিলেন যাঁরা, আজ তাঁদের সকলকে প্রণাম
তারে জমিন পার
আমির খান অভিনীত,'তারে জমিন পার' একটি ডিসলেক্সিক শিশু এবং তার শিল্প শিক্ষকের গল্প। এই শিক্ষক পড়াশোনার বাইরে গিয়েও জীবনের যাবতীয় বাধা কাটিয়ে শিশুর মধ্য়ে আত্মবিশ্বাস জাগিয়ে তোলে।
হিচকি
একজন ট্যুরেট সিনড্রোমে আক্রান্ত শিক্ষকের ভূমিকায় 'হিচকি' ছবিতে অভিনয় করেছেন রানি মুখোপাধ্য়ায়। স্কুলের এক শ্রেনীর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনা শেখানের চ্যালেঞ্জ গ্রহণ করেন তিনি। এই ছবিও জায়গা করে নিয়েছিল সিনেপ্রেমীদের মনে।
ব্ল্য়াক
অমিতাভ বচ্চন এবং রানি মুখোপাধ্য়ায় অভিনীত 'ব্ল্যাক' ছবিতে অন্ধ ও বধির মেয়ে এবং তার শিক্ষকের মধ্যে সম্পর্কের রসায়ন দেখানো হয়। সঞ্জয় লীলা ভনসালীর এই ছবি দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা লাভ করে এই ছবি।
ইকবাল
একজন বধির এবং মূক উচ্চাকাঙ্ক্ষী ক্রিকেটার এবং তার পরামর্শদাতার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল 'ইকবাল'। মুখ্য় ভূমিকার অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ ও শ্রেয়স তোলপাড়ে। ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলার স্বপ্ন পূরণে পথ দেখাতে শ্রেয়স কীভাবে সাহায্য় করেছিল নাসিরুদ্দিন, সেটাই এই গল্পের বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial