'The Diary of West Bengal': 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা, হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট
High Court: 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা। ছবির মুক্তিতে হস্তক্ষেপ করতে নারাজ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
কলকাতা: ফের আলোচনার শিখরে 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' (The Diary of West Bengal)। আসন্ন এই ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। কিন্তু ছবির মুক্তিতে হস্তক্ষেপ করতে নারাজ হাইকোর্ট (Calcutta Highcourt)। জানিয়ে দেওয়া হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের (Division Bench) তরফে।
'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা? কী জানাল হাইকোর্ট?
'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা। ছবির মুক্তিতে হস্তক্ষেপ করতে নারাজ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই ছবি মুক্তি পেলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে, সেই আশঙ্কায় জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল।
কিন্তু 'সিনেমা বা বই নিষিদ্ধ ঘোষণা করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ রয়েছে। ইচ্ছে হলে দেখুন, না হলে দেখবেন না, কেউ কারও ওপর কিছু চাপিয়ে দিচ্ছে না। গণতান্ত্রিক দেশে এটা স্বাভাবিক, সমালোচনার অধিকার প্রত্যেকের রয়েছে', মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। 'এ সমস্ত বাদ দিয়ে অনেক সিরিয়াস ইস্যু রয়েছে। এ রাজ্যের মানুষ অনেক সহনশীল, তাঁদের বিচার বিবেচনার উপর ছেড়ে দিন', মন্তব্য প্রধান বিচারপতির। ৩ সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি হবে।
প্রসঙ্গত, কিছুদিন ধরেই 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবির পরিচালক সনোজ মিশ্রকে নিয়ে চলে আলোচনা। শোনা যাচ্ছিল তাঁকে খুঁদে পাওয়া যাচ্ছে না। প্রায় ৮ দিন নিখোঁজ থাকার পর বারাণসীতে খোঁজ মেলে বিতর্কিত এই ছবির পরিচালকের। পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গ পুলিশের জেরার মুখোমুখি হওয়ার পরই নাকি তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে সনোজ মিশ্রর খোঁজ পাওয়া যায় বারাণসীর অসসি ঘাটে। পরিবারের হাতে তাঁকে তুলে দেওয়া হয়েছে বলেও পুলিশ সূত্রে খবর। ১৯৭১ সালের যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবি মুক্তি পাওয়ার কথা ৩০ অগাস্ট। যা নিয়ে বিতর্কের শেষ নেই।
বাংলাকে বদনাম করার প্রচেষ্টা হচ্ছে বলে আগেই মুখ খুলেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপর গত বছর মে মাসে 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির পরিচালক সনোজ মিশ্রকে তলব করে কলকাতা পুলিশ। ছবির বিষয়বস্তু নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই তলব করা হয়েছিল। যদিও পরিচালকের দাবি ছিল হয়রান করাই ছিল তলবের উদ্দেশ্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।