The Kashmir Files Success: বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট চালাচ্ছে 'দ্য কাশ্মীর ফাইলস'
এদিন 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী নিজের সোস্য়াল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। পোস্টটিতে তিনি জানিয়েছেন যে, বিশ্বজুড়ে কত টাকার ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে এই ছবি।
মুম্বই: 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবির ঝড় থামছে না সিনেমা হলে। বিশ্বজুড়ে বক্স অফিসে দাপটের সঙ্গে ব্যবসা করছে এই ছবি। মুক্তির পর মাত্র কয়েকদিনের মধ্যেই ১০০ কোটির ব্যবসা করে ফেলে। এবার বিশ্বজুড়ে তিনশো কোটির অনেক বেশি ব্য়বসা করে ফেলল এই ছবি।
'দ্য কাশ্মীর ফাইলস' ছবির বক্স অফিস কালেকশন (The Kashmir Files Box Office Collection)-
এদিন 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Agnihotri) নিজের সোস্য়াল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। পোস্টটিতে তিনি জানিয়েছেন যে, বিশ্বজুড়ে কত টাকার ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে এই ছবি। তিনি লেখেন, 'সারা বিশ্বের সমস্ত ভারতীয়কে অনেক অনেক ধন্যবাদ যে তাঁরা 'দ্য কাশ্মীর ফাইলস'কে এই সাফল্য এনে দিয়েছেন। সত্যিটা সারাবিশ্বের কাছে এসেছে।' পরিচালক বিবেক অগ্নিহোত্রীর পোস্ট থেকেই জানা গিয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' ইতিমধ্যেই বিশ্বজুড়ে ৩৩১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। দেশের সিনেমা হলগুলিতেও উল্লেখযোগ্য ব্যবসা করেছে এই ছবি।
আরও পড়ুন - Jersey Trailer 2 : মুক্তি পেল 'জার্সি' ছবির দ্বিতীয় ট্রেলার, ক্রিকেটারের চরিত্রে নজর কাড়লেন শাহিদ
প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির সমালোচকদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমার মনে হয় এটা অসাধারণ একটা সোশ্যাল সার্ভিস। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বোঝা যায়, অশুভ শক্তি কে আর শুভ শক্তি কে। আমি পোলারাইজের মতো শব্দ ব্যবহার করতে চাই না। যাঁরা মানুষের অধিকার, মানুষের গুরুত্ব এবং মানবিকতাকে গুরুত্ব দেবে এমন মানুষকে আমাদের দরকার। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত রকমের মানুষের মধ্যে পার্থক্যটা টের পাওয়া যায়। কে খারাপ আর কে ভালো, সমস্ত পার্থক্য বোঝা যায়।' এরপরই সমালোচকদের উদ্দেশে বিস্ফোরক মন্তব্য করেন পরিচালক। তিনি বলেন, 'কেন আমি কোনও সন্ত্রাসবাদীকে কোনও কথা বলব।'