এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
ট্রাম্প, না বিডেন, জিতবেন কে? এই সাসপেন্স তো আর সইতে পারছি না! বললেন সানি লিওন
এরইমধ্যে অভিনেত্রী সানি লিওনেরও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে আগ্রহ তুঙ্গে। ভোট গণনায় যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তা তাঁকেও বেশ উৎকণ্ঠায় রেখেছে।
![ট্রাম্প, না বিডেন, জিতবেন কে? এই সাসপেন্স তো আর সইতে পারছি না! বললেন সানি লিওন the suspense is killing me, sunny Leone on US Election results ট্রাম্প, না বিডেন, জিতবেন কে? এই সাসপেন্স তো আর সইতে পারছি না! বললেন সানি লিওন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/10/27171702/sunny_leone_2644981f-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব। ডোনাল্ড ট্রাম্পই কি ক্ষমতায় থাকবেন, নাকি বাজিমাৎ করবেন জো বিডেন? এই প্রশ্নের উত্তর জানতে উন্মুখ শুধু আমেরিকই নয়, সারা বিশ্বও। ভোটদান শেষ। সকাল থেকেই ভোট গণনা চলছে। প্রত্যাশামতোই আমেরিকার এই নির্বাচনের ভোটগণনায় দুই প্রতিপক্ষের মধ্যে জোর টক্কর চলছে। ইলেক্টোরাল ভোটের দৌড়ে বিডেন এখন কিছুটা এগিয়ে থাকলেও ব্যবধান সামান্যই। যে কোনও মুহূর্তে ট্রাম্প যে বাজি পাল্টে দিতে পারবেন না , তা বলা সম্ভব নয়।
এরইমধ্যে অভিনেত্রী সানি লিওনেরও আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে আগ্রহ তুঙ্গে। ভোট গণনায় যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তা তাঁকেও বেশ উৎকণ্ঠায় রেখেছে। তিনি গণনার দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ছবি শেয়ার করেছেন সানি লিওন। ছবি থেকেই স্পষ্ট, সানি ও তাঁর স্বামী তাঁদের মতাধিকার প্রয়োগ করেছেন। ছবিতে লেখা-ভোটের দিন। আমি ভোট দিয়েছি। আপনি?
ছবি শেয়ার করে ক্যাপসনে সানি লিখেছেন, 'এই সাসপেন্স তো আমাকে মেরে ফেলছে'।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সানির এই উৎসাহ খুবই স্বাভাবিক। এখন তিনি তাঁর দেশেই রয়েছেন।
আমেরিকার এই নির্বাচনের দিকে নজর সারা বিশ্বেরই। কারণ, এর ফলাফলের প্রভাব শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ নয়।
রাজনীতি নিয়ে সানির এই আগ্রহ তাঁর অনুরাগীদের বেশ ইমপ্রেস করেছে। সানি সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ সময় স্বামী ও সন্তানদের সঙ্গে বা নিজের ছবি শেয়ার করে থাকেন।এবার ভোট নিয়ে পোস্ট শেয়ার করে অনুরাগীদের বেশ তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)