এক্সপ্লোর
সে কী!! লিফটে ক্যাটরিনা আর অনুষ্কার সঙ্গে আটকে পড়লে দীপিকা এই সব করতে চান!

মুম্বই: বলিউডে তিনিই রানি। কিন্তু কাছাকাছি আছেন দুই প্রতিদ্বন্দ্বী ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মা। তাঁদের সঙ্গে এক লিফটে আটকে পড়লে কী করবেন দীপিকা পাড়ুকোন? প্রকাশ পাড়ুকোন কন্যার জবাব কিন্তু বেশ অন্যরকম।
এর আগে তাঁকে ইন্টারভিউয়ে প্রশ্ন করা হয়, লিফটে তাঁর ‘প্রাক্তন’ রণবীর কপূর আর ‘বর্তমান’ রণবীর সিংহের সঙ্গে আটকে পড়লে কী করবেন। জবাবে দীপিকা বলেন, দুজনের মধ্যে নাচের প্রতিযোগিতা করবেন। তবে কে জিতবেন তিনি নিশ্চিত নন, কারণ, তাঁর মতে, দু’জনেই ‘সুপার্ব ডান্সার’। আর তখনই দুই রণবীরের পাশাপাশি ইন্টারভিউয়ে ওঠে ক্যাটরিনা ও অনুষ্কার নামও। বলিউডের এই দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লিফটে আটকে পড়লে কী করবেন প্রশ্নে দীপিকা বলেছেন হাউস হাউস খেলবেন, দুর্দান্ত কিছু রান্না করে সব বন্ধুদের ডাকবেন। এখন তিন নায়িকার খেলাধুলো আর রান্নাবান্নার দৃশ্য দেখতে আগ্রহী নন, এমন লোক কোথায়!
এর আগে তাঁকে ইন্টারভিউয়ে প্রশ্ন করা হয়, লিফটে তাঁর ‘প্রাক্তন’ রণবীর কপূর আর ‘বর্তমান’ রণবীর সিংহের সঙ্গে আটকে পড়লে কী করবেন। জবাবে দীপিকা বলেন, দুজনের মধ্যে নাচের প্রতিযোগিতা করবেন। তবে কে জিতবেন তিনি নিশ্চিত নন, কারণ, তাঁর মতে, দু’জনেই ‘সুপার্ব ডান্সার’। আর তখনই দুই রণবীরের পাশাপাশি ইন্টারভিউয়ে ওঠে ক্যাটরিনা ও অনুষ্কার নামও। বলিউডের এই দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লিফটে আটকে পড়লে কী করবেন প্রশ্নে দীপিকা বলেছেন হাউস হাউস খেলবেন, দুর্দান্ত কিছু রান্না করে সব বন্ধুদের ডাকবেন। এখন তিন নায়িকার খেলাধুলো আর রান্নাবান্নার দৃশ্য দেখতে আগ্রহী নন, এমন লোক কোথায়! বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স





















