উমা বিদায়ে ধুনুচি নাচ পাওলির, প্রাণোচ্ছ্বল ছবিতে মুগ্ধ নেটিজেনরা
হাতে ধুনুচি, মা দুর্গার প্রতিমার সামনে নাচ করছেন উচ্ছল পাওলি দাম। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী। উৎসবের শেষলগ্নে অভিনেত্রীর মুখে মন খারাপ মুছে দেওয়া উচ্ছল হাসি।
কলকাতা: হাতে ধুনুচি, মা দুর্গার প্রতিমার সামনে নাচ করছেন উচ্ছল পাওলি দাম। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাগ করে নিলেন অভিনেত্রী। উৎসবের শেষলগ্নে অভিনেত্রীর মুখে মন খারাপ মুছে দেওয়া উচ্ছল হাসি। বাড়ির পুজোয় পাওলি যেন একেবারে ঘরের মেয়ে।
বাড়ির পুজো। এই কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটালেন টলিউডের প্রথম সারির এই অভিনেত্রী। পাওলি দাম। বিদায়বেলায় দেবী দুর্গাকে বরণ করে নিলেন অভিনেত্রী। সাদা শাড়ি লাল পাড়ে এদিন সেজেছিলেন তিনি। বাড়ির সদস্যদের সঙ্গে সিঁদুর খেললেন অভিনেত্রী। লাল সিঁদুরে রাঙা পাওলি যেন ঘরের মেয়ে, পর্দার অভিনেত্রী নয়। আজই সোশ্যাল মিডিয়ায় সিঁদুরখেলার একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন পাওলি। নেটিজেনরাও ভালোবাসা উপচে দেন ছবিতে। কেবল দশমী নয়, গোটা পুজোতেই বিভিন্ন মুডে বাড়ির পুজোর ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি।
ছোটপর্দা থেকে অভিনয় জীবন শুরু পাওলি দামের। এরপর টলিউড থেকে বলিউড, অবাধ যাতায়াত তাঁর। প্রথমে বাণিজ্যিক ছবির হাত ধরেই বাংলা ছবির পর্দার আসেন পাওলি। তবে জনপ্রিয়তা আসে অন্যধারার ছবির হাত ধরে। পাওলি হয়ে ওঠেন চরিত্রাভিনেতা। বড় পর্দায় অভিষেক হয় সুদেষ্ণা রায় ও অভিজিত গুহ-র 'তিন ইয়ারি কথা' ছবি দিয়ে। এরপর তাঁকে দেখা যায় পরিচালক রবি কিনাগির 'অগ্নিপরীক্ষা' ছবিতে। তবে, পাওলি দামকে দর্শক মনে রেখেছেন পরিচালক গৌতম ঘোষের ছবি 'কালবেলা' ছবি থেকে। শুধু বাংলা ছবিতেই নিজের অভিনয় সত্তাকে আটকে রাখেননি পাওলি। বলিউডে তাঁর আত্মপ্রকাশ হয় 'হেট স্টোরি' দিয়ে।
আগামীতে পাওলিকে সৃজিত মুখোপাধ্যায়ের 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে অভিনয় করতে দেখা যাবে। তাঁর বিপরীতে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য্যকে। প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন অনির্বাণ ভট্টাচার্য ও পাওলি দাম। সৌজন্যে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে'। ইতিমধ্যেই পাকা হয়ে গিয়েছে চরিত্র নির্বাচন। তবে ছবির শ্যুটিং শুরু হবে আগামী বছরের প্রথম দিকে।
শুরু থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ও রানা সরকার প্রযোজিত লহ গৌরাঙ্গের নাম রে'। কেন? অন্যতম কারণ ছবির কাস্টিং। শোনা গিয়েছিল এই ছবিতে অভিনয়ের জন্য সৃজিতের প্রথম পছন্দ ছিলেন যীশু সেনগুপ্ত। কিন্তু কোনও এক অজানা কারণে চরিত্রায়নের তালিকা থেকে বাদ পড়েছে যীশুর নাম। তবে টিম 'লহ গৌরাঙ্গের নাম রে'-র তরফে অবশ্য দাবি করা হয়েছে, ডেট না পাওয়ার জন্যই এই ছবিতে কাজ করতে পারছেন না যীশু।