Kingshuk Ganguly Death: প্রয়াত রানি রাসমণি-খ্যাত অভিনেতা, শোকের ছায়া বিনোদন জগতে
Kingshuk Ganguly: আচমকা প্রয়াত বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে পরাজয় স্বীকার করলেন অকালেই।
কলকাতা: জনপ্রিয় বাংলা ধারাবাহিক রাণী রাসমণিতে অভিনয় করেছিলেন তিনি। সম্প্রতি রামপ্রসাদ ধারাবাহিকেও কাজ শুরু করেছিলেন। কিন্তু আচমকা প্রয়াত বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে পরাজয় স্বীকার করলেন অকালেই।
কিংশুক গঙ্গোপাধ্যায়। ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালের গোবিন্দ সাত্রার চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু শরীরে বাসা বেঁধেছিল মারণরোগ ক্যানসার। দীর্ঘদিন ধরে চলছিল চিকিৎসা। কিন্তু শেষ পর্যন্ত হার মানলেন।শনিবার থেমে গেল লড়াই।
বছর শেষে মন খারাপ করা খবর বাংলা বিনোদনের জগতে। আড়াই দশকের দীর্ঘ অভিনয় জীবনে অজস্র টেলিফিল্ম, মেগা সিরিয়ালে কাজ করেছেন কিংশুক (Kingshuk Ganguly)। এদিন কিংশুকের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানান তাঁর দীর্ঘদিনের সহকর্মী কাঞ্চনা মৈত্র। অভিনেত্রী লেখেন, ‘নিজের স্বপ্ন নিয়ে লড়াই করার মতো একজন মানুষ চলে গেল। যেখানে থেকো ভালো থেকো। আমি বিশ্বাস করি তাই বললাম, তোমার পরের সফরে তোমার সব স্বপ্ন পূরণ হোক। শান্তিতে ঘুমিও বলব না, শুধু জানাব যাত্রা শুভ হোক’।
অভিনেতা হৃতজিৎ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন। লিখেছেন, 'ভাল থেকো দাদা। একসঙ্গে অনেকদিন কাজ করার অভিজ্ঞতা। অন্যতম হিট মেগা আমার দুর্গা সিরিয়ালে...। চিরশান্তিতে থেকো।'
বান্ধবী প্রহেলিকা কিংশুকের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই ছবিটা তোমার খুব পছন্দের। বারবার পোস্ট করতে বলতে। আমি করিনি। আজ করলাম শেষবার। চিরবিদায় আমি তোমাকে দেব না। আমার ভিতর থেকে তোমাকে কেউ নিতে পারবে না। শরীর আলাদা হয়েছে, আমরা নই। বাবান..এটা ঠিক সব কিছুই শূন্য মনে হয়। আমার চোখের সামনে যা কিছু, সবখানে তুমি। জানি না এভাবে বাঁচা যায় কি না। শক্তি দিও। তুমি বলতে আমরা নাকি আগের জন্মে এক হতে পারিনি, তাই এই জন্মে মিলেছি...এবারও হল না বাবান। শুরু হল আরও এক জন্মের প্রত্যাশা।’
চিকিৎসার জন্য মাঝে কাজ করছিলেন না। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ফের শ্যুটিং ফ্লোরে ফেরেন। রামপ্রসাদ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ফিরেছিলেন কিংশুক। গত মাসের শেষেই সোশ্যাল মিডিয়ায় নিজের ভাললাগার কথা জানিয়েছিলেন। লিখেছিলেন, 'অনেক দিন পর কাজে ফিরে এমন প্রাপ্তিও ভাল লাগে। সুদূর বেঙ্গালুরু থেকে আমার এক বন্ধু ও তাঁর পরিবার আমার অভিনয় দেখার সময়ে টিভি স্ক্রিন থেকে এই ছবিটি আনন্দে শেয়ার করল। আমি আপ্লুত।'
‘আমার দুর্গা’, ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘গুড্ডি’, ‘উমার সংসার’, ‘দেবী চৌধুরাণী’র মতো অজস্র হিট মেগা সিরিয়ালে অভিনয় করেছেন কিংশুক। তবে সিরিয়ালের গণ্ডির মধ্যেই কেবল নিজেকে আটকে রাখেননি। পরিচালনাও করেছেন। ২০২২ সালে ‘দ্য হিউম্যানিটি’ নাম স্বল্প দৈর্ঘ্যের একটি ছবি পরিচালনা করেছিলেন কিংশুক।
আরও পড়ুন: Salaar Box Office: প্রথম দিনের ব্যবসাতেই শাহরুখের রেকর্ড ভাঙলেন প্রভাস, আয় হল কত?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।