Tollywood Hair Dresser: 'উল্টোদিকে বসে টেবিল চাপড়ে কথা বলার মর্যাদাটা আর দেব না', টলিউডকাণ্ডে ফেডারেশনকে বিঁধলেন কৌশিক
Tollywood Hair Dresser : এই বিষয় নিয়ে অভিনেতা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেছেন, 'ফেডারেশনের এই যে ঔদ্ধত্য, এই যে দাদাগিরি, এটা বহু বছর ধরে চলছে'
কলকাতা: মে মাস থেকে সাসপেন্ড। মিলছিল না কাজ। অভাবের তাড়নায় টালিগঞ্জের স্টুডিওপাড়ার এক হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টার ঘটনায় শোরগোল পড়ে গেছে। প্রশ্ন উঠছে, স্বাস্থ্য ব্যবস্থায় যে থ্রেট কালচারের অভিযোগ তুলে সরব হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, সেই হুমকি সংস্কৃতি কি ছড়িয়ে রয়েছে রূপোলি দুনিয়াতেও? এই বিষয় নিয়ে মুখ খুলেছেন টলিপাড়ার একাধিক চেনা মুখ।
এই বিষয় নিয়ে অভিনেতা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেছেন, 'এই যে কাজ তুমি করবে, করবে না.. এর কাছে এই লোক, ওর কাছে ওই লোক.. ফেডারেশনের এই যে ঔদ্ধত্য, এই যে দাদাগিরি, এটা বহু বছর ধরে চলছে। মানুষ শুনতে শুনতে এসেছে। এমন ভাবার কোনও কারণ নেই যে আরজি করের ঘটনা মানুষকে উজ্জীবিত করেছে, প্রতিবাদ করার মতো সাহস এসে গিয়েছে, সেটা কিন্তু নয়। ইন্ডাস্ট্রির মধ্যে বহুদিন ধরে মানুষ এই অস্বাচ্ছন্দ্যের মধ্যে ছিল। এখন মৌখিক আলোচনা, উল্টোদিকে বসে টেবিল চাপড়ে কথা বলার মর্যাদাটা কিন্তু আমরা ওদের দেব না।' এই একই বিষয় নিয়ে দেবশ্রী রায় মন্তব্য করেন, 'যেগুলো হচ্ছে, যাই হচ্ছে, ঠিক হচ্ছে না।'
থ্রেট কালচার। আর জি কর-কাণ্ডের পর, বারবার চর্চায় এসেছে এই শব্দবন্ধ। কিন্তু এই 'থ্রেট কালচার' বা 'হুমকি সংস্কৃতি' কি সরকারি মেডিক্যাল কলেজের গণ্ডির বাইরে ছড়িয়ে রয়েছে অন্যত্রও? স্বাস্থ্য পরিষেবার পর এবার টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও কি থাবা বসিয়েছে হুমকি-সংস্কৃতি? এক হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টায় জোরাল হয়ে উঠেছে এই প্রশ্নগুলো। শনিবার রাতে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন ওই শিল্পী। মেয়ের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পান। গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় এম আর বাঙুর হাসপাতালে। তাঁর পরিবারের দাবি, একটি নোট লিখেছিলেন ওই শিল্পী। সেই নোট সামনে আসতেই, শোরগোল পড়ে গেছে স্টুডিওপাড়ায়। যেখানে লেখা রয়েছে, পয়লা মে থেকে তাঁকে সাসপেন্ড করে সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন। তিনমাস হয়ে গেলেও আর ঠিকঠাক কাজ দেওয়া হচ্ছিল না। ওই শিল্পী লিখেছেন, কাজ না পাওয়ার কারণে সংসার চালাতে চরম সমস্যায় পড়েছিলেন। আর তাই বেছে নিয়েছিলেন চরম পথ।
আর এই ঘটনাতেই ক্ষোভে ফেটে পড়েছেন টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রী-পরিচালকরা। পুঞ্জীভূত ক্ষোভ বাইরে বেরিয়ে এসেছে। কাজ কেড়ে নিয়ে দাদাগিরি-মাতব্বরির এই সংস্কৃতি অবিলম্বে বন্ধের পক্ষে সওয়াল করেছেন তাঁরা। হেয়ার স্টাইলিস্টদের গিল্ড 'সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন' এবং ফেডারেশন অফ সিনে টেকনিসিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার ভূমিকা। আর এই ফেডারেশনের মাথাতেই রয়েছেন স্বরূপ বিশ্বাস। হেয়ার ড্রেসারের আত্মহত্য়ার চেষ্টার ঘটনায় আঙুল উঠেছে 'সিনে অ্যান্ড ভিডিও হেয়ার স্টাইলিস্ট অ্যাসোসিয়েশন'-এর সভাপতি রিনা মণ্ডলের বিরুদ্ধে। যদিও এ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি। সংশ্লিষ্ট বিষয়ের জন্য় তৈরি সুরক্ষা বন্ধু নামে কমিটিকে বলা হয়েছে গোটা বিষয়টি কী হয়েছে দেখার জন্য।
আরও পড়ুন: Amir Khan on Kiran Rao: অস্কারের দৌড়ে সামিল 'লাপতা লেডিজ়', 'কিরণকে নিয়ে গর্বিত', বলছেন আমির
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।