Top Entertainment News: ব্যোমকেশ আর সত্যবতীর খুনসুটির বন্ধুত্ব,একরত্তির হৃদযন্ত্রে ছিদ্র, অসহায় বিপাশাকে লড়তে হয়েছিল এক কঠিন যুদ্ধ
Top Entertainment News of Today: ব্যোমকেশ আর সত্যবতীর খুনসুটির বন্ধুত্ব, দেব-রুক্মিণীর মিষ্টি ছবিতে মুগ্ধ অনুরাগীরা। অন্য়দিকে, জন্মের পরই জানা যায় একরত্তির হৃদযন্ত্রে ছিদ্র, অসহায় বিপাশাকে লড়তে হয়েছিল এক কঠিন যুদ্ধ।
কলকাতা: স্বামী-স্ত্রী সম্পর্কের অন্যতম দৃঢ় একটা স্তম্ভ হল বন্ধুত্ব। প্রেম, ভালবাসা এই সবকিছুর একেবারে মূলে যেন থাকে এই শব্দটাই। আজ বন্ধুত্বের দিবস। আর এই দিনে একে অপরের সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলি শেয়ার করে একে অপরকে বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা জানালেন দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra), তাতে রয়েছে নিছন বন্ধুত্বপূর্ণ খুনসুটিই।
অন্য়দিক, অভিনেত্রী বিপাশা বসু প্রকাশ্য়ে আনলেন নতুন খবর। তিনি জানান, সন্তানপ্রসবের তিনদিনের মাথায় তিনি জানতে পারেন একরত্তির হৃদযন্ত্রে ২টি ছিদ্র ছিল। তিন মাসের মধ্য়েই ছোট্ট কন্য়া দেবী বসু সিং গ্রোভারের হার্ট সার্জারি করা হয়।বিপাশা জানান, "আমাদের যাত্রা যে কোনও সাধারণ মা-বাবার থেকে অনেক আলাদা ছিল, আমার মুখে এই মুহূর্তে যে হাসি আছে তার জন্য আমাকে অনেক কঠিন পথ পেরোতে হয়েছিল। আমি চাই না কোন মায়ের সঙ্গে এমন হোক। একজন মায়ের জন্য, যখন সন্তান জন্মানের পরই সে এই খবর জানতে তখন তাঁর কী অবস্থা হয় বা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি ভেবেছিলাম, এই ঘটনা কখনও শেয়ার করব না। কিন্তু আমার ধারণা আমার এই যাত্রা অনেক মা'কে সাহস জোগাবে।"
আরও পড়ুন...
প্রোটিনের অভাব পূরণে কী খাবেন ?
পাশাপাশি, শুরু হল শিলাদিত্য মৌলিকের (Shiladitya Maulick)-এর নতুন ছবি, 'কে প্রথম কাছে এসেছি' (Ke Prothom Kache Asechi) ছবির শ্যুটিং। মূলত অরুণাচলে হবে এই গল্পের শ্যুটিং। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), মধুমিতা সরকার (Madhumita Sircar), দর্শনা বণিক (Darshana Banik)। আজ সোশ্যাল মিডিয়ায় এই ছবির শ্যুটিং শুরুর খবর ও ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে নিয়েছেন বিক্রম নিজেই। আর সেই ক্ল্যাপস্টিকের পিছনে দেখা যাচ্ছে মেঘে ঢাকা পাহাড়ের অপূর্ব দৃশ্য। অন্যদিকে দর্শনাও শেয়ার করে নিয়েছেন পাহাড়ের ছবি। শোনা যাচ্ছিল, এই ছবিতে দেখা যাওয়ার কথা ছিল রাজনন্দিনী পালকে। তবে, সম্ভবত তার বদলেই এই ছবিতে জায়গা করে নিয়েছেন দর্শনা। আর আজ থেকে শুরু হয়ে গেল ছবির শ্যুটিংও।
অন্য়দিকে, ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে সুস্মিতা সেন (Sushmita Sen) অভিনীত 'তালি' সিরিজের টিজার। এই সিরিজে সুস্মিতা (Sushmita Sen) একজন রূপান্তরকামী সমাজকর্মী (transgender activist) শ্রীগৌরী সবন্তের (Shreegauri Sawant) চরিত্রে অভিনয় করেছেন। তবে পোস্টাও ও টিজার মুক্তির পরই ট্রোলের শিকার হলেন এই বাঙালি তারকা।সম্প্রতি অভিনেত্রী (Sushmita Sen) জানান,'তালির প্রথম পোস্টার যেটি আমি প্রকাশ করেছি তাতে আমার অর্ধেক মুখ এবং তালি দেওয়ার অংশ ছিল। আমার মনে আছে, প্রচুর নামহীন লোক বারবার ‘ছক্কা (নপুংসক)’ লিখে কমেন্ট করছিল। আমার মনে হচ্ছি, কেউ কীভাবে এমনটা করতে পারে? আমি এটিকে ব্যক্তিগতভাবে নিয়েছি কারণ এটা আমার টাইমলাইনে হচ্ছিল। আমি এইসব ট্রোলারদের ব্লক করে দিয়েছে। এই বিষয়টি আমাকে অত্য়ন্ত আঘাত করেছে কারণ, শ্রীগৌরী সবন্তের (Shreegauri Sawant) জীবনকে চিত্রিত করার সময়, আমি এইরকম মানুষগুলোর জীবনের সঙ্গে থেকেছি, তাঁদের প্রিতিটি শ্বাস-প্রশ্বাসের মুহূর্ত বেঁচেছি।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন