Top Entertainment News Today: ক্ষমাপ্রার্থী সোনু সুদ, 'হ্যাশট্যাগ বয়কট' নিয়ে সরব সুনীল, ফের হাজিরা জ্যাকলিনের, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: একের পর সিনেমা নিয়ে আপত্তি, অভিযোগ, বয়কটের ডাক, বলিউড থেকে শুরু করে টলিউড, দর্শকদের রোষের মুখে পরে বক্সঅফিসে ব্যবসার ক্ষতি হচ্ছে একের পর এক ছবির । এবার সেই বিষয় নিয়ে সরব হলে অভিনেতা সুনীল শেট্টি (Sunil Shetty)। যোগী আদিত্যনাথের সঙ্গে এই বিষয়ে কথা বললেন অভিনেতা । চলন্ত ট্রেনের দরজায় বসে সোনু সুদ (Sonu Sood)। বসে রয়েছেন হাসছেন। ঝুঁকে পড়ে দেখছেন প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে নিয়েছিলেন অভিনেতা নিজেই। তবে তাঁর শেয়ার করা এই উচ্ছ্বল ভিডিওকে মোটেই ভাল চোখে দেখল না উত্তর রেলওয়ে (Northern Railway)। গোটা দিনে আজ বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
ক্ষমাপ্রার্থী সোনু সুদ
চলন্ত ট্রেনের দরজায় বসে সোনু সুদ (Sonu Sood)। বসে রয়েছেন হাসছেন। ঝুঁকে পড়ে দেখছেন প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে নিয়েছিলেন অভিনেতা নিজেই। তবে তাঁর শেয়ার করা এই উচ্ছ্বল ভিডিওকে মোটেই ভাল চোখে দেখল না উত্তর রেলওয়ে (Northern Railway)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন সোনু। তবে ক্যাপশানে কিছু লেখেননি, কেবল একটি ট্রেনের ছবি দিয়েছে। এই ভিডিওটি করা গত বছরের শেষের দিকে। ট্যুইটারে এই ভিডিও শেয়ার করে নিয়েছিলেন অভিনেতা। আর সেই ভিডিওই রিট্যুইট করে নিজেদের বক্তব্য রেখেছে উত্তর রেলওয়ে। সোনু সুদকে রোল মডেল বা আদর্শ হিসেবে উল্লেখ করে রেলওয়ের বার্তা, এই ধরণের ভিডিও তাঁর অনুরাগীদের ও সাধারণ মানুষের কাছে রেল সফর সম্পর্কে ভুল বার্তা পৌঁছে দিতে পারে। তিনি যা করেন, তাঁকে আদর্শ হিসেবে ভেবে নেন অনেকেই। আর সেই কথা মাথায় রেখেই এই বার্তা দিয়েছিল উত্তর রেলওয়ে। কিন্তু তিনি সোনু সুদ। নম্র ব্যবহার তাঁর স্বভাবসিদ্ধ। উত্তর রেলওয়ের সেই বার্তার উত্তর দিয়ে তিনি লেখেন, 'আমি ক্ষমাপ্রার্থী এই ধরনের কাজ করার জন্য। আমাদের দেশে রোজ লাখ লাখ মানুষ ট্রেনের দরজায় এভাবেই বসে সফর করেন। আমি ট্রেনের দরজায় বসেছিলাম কেবল বোঝার জন্য, সেইসব মানুষদের ঠিক কেমন অনুভূতি হয়। এই বার্তার জন্য আর ভারতীয় রেল পরিষেবাকে আরও উন্নত করার জন্য অনেক ধন্যবাদ।'
'হ্যাশট্যাগ বয়কট' নিয়ে যোগীর দ্বারস্থ সুনীল
একের পর সিনেমা নিয়ে আপত্তি, অভিযোগ, বয়কটের ডাক, বলিউড থেকে শুরু করে টলিউড, দর্শকদের রোষের মুখে পরে বক্সঅফিসে ব্যবসার ক্ষতি হচ্ছে একের পর এক ছবির । এবার সেই বিষয় নিয়ে সরব হলে অভিনেতা সুনীল শেট্টি (Sunil Shetty)। যোগী আদিত্যনাথের সঙ্গে এই বিষয়ে কথা বললেন অভিনেতা । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই আলোচনায় উপস্থিত ছিলেন রূপোলি পর্দার সঙ্গে যুক্ত একাধিক ব্য়ক্তির । এএনআই সূত্রে খবর, যোগী আদিত্যনাথের উদ্দেশে সুনীল শেট্টি বলেছেন, হ্যাশট্যাগ বয়কট আপনার পদক্ষেপে বন্ধ হতে পারে । আপনি জানান, আমরা অনেক ভাল কাজও করেছি । হ্যাঁ, আমাদের মধ্যে হয়তো সামান্য কিছু অংশের মানুষ হয়তো খারাপ রয়েছেন, কিন্তু একটা সিংহভাগ অংশ ভাল কাজের সঙ্গেই যুক্ত । দর্শকদের কাছে আমাদের সম্পর্কে ধারণা বদলাতে হবে। যোগী আদিত্যনাথ কাছে সুনীল শেট্টি আর্জি জানান এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলতে ।'
অঞ্জন দত্তের পরিচালনায় গোয়েন্দা গল্প
তিনি গোয়েন্দা নাকি ম্যাজিক দেখান? ড্যানি ডিটেকটিভের (Danny Detective)-এর গল্প নিয়ে এবার পর্দায় অঞ্জন দত্ত (Anjan Dutt)-এর নতুন সিনেমা রিভলবার রহস্য (Revolver Rohosshyo)। মুখ্যভূমিকায় সুপ্রভাত দাস (Suprabhat Das), তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty) ও অন্যান্য শিল্পীরা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। গোটা ট্রেলারেই দর্শকদের সঙ্গে কথা বলে গিয়েছেন ছবির নায়ক। তাঁর কথায়, তিনি কখনও গোয়েন্দা হবার কথা ভাবেননি। ম্যাজিক দেখিয়েই জীবন চলে যেত তাঁর। কিন্তু হঠাৎ একজনের পাল্লায় পড়ে বদলে যায় তাঁর জীবন। গোয়েন্দা হয়ে উঠতে হয়ে তাঁকে। এখনও এই ছবি মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: Super Singer: বিচারকদের আসনে রূপম, শান, মোনালি, নতুন গানের প্রতিযোগিতার মঞ্চ নিয়ে আসছেন যীশু
সমকামী প্রেমের উপাখ্যান শোনাবেন প্রান্তিক
এবার সমকামী প্রেমের গল্পকে এবার 'রামধনু' রঙ দেবেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Banerjee)। তবে পর্দায় নয়, মিউজিক ভিডিওতে। অর্পণ বসাকের পরিচালনায় এবার গানের জগতে হাতেখড়ি অভিনেতা ঋষভ চক্রবর্তীর। এর আগে 'পাণ্ডব গোয়েন্দা' (Pandab Goyenda) ধারাবাহিকে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন ঋষভ। এই প্রথম তাঁর গলায় গান শুনবেন দর্শক। এছাড়াও এই গানে লিরিক্যাল হিপ হপের উপস্থাপনা থাকছে শিল্পী টাইজেন রোহানের। প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে উদয় শঙ্কর সামন্তকে।
ফের হাজিরা দিতে আদালতে জ্যাকলিন
নতুন বছরের প্রথম সপ্তাহেই ফের হাজিরা দিতে হল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez)। ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় ((Rs 200 Crore Extortion Case)) অভিনেত্রীকে ফের ডেকে পাঠিয়েছিল আদালত। এই মামলার তদন্তভার রয়েছে ইডির হাতে। সেই মতোই পাতিয়ালা হাউজ কোর্টে হাজিরা দিতে হল জ্যাকলিনকে। গত বছর ২৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জ্যাকলিন এবং রণবীর সিংহ অভিনীত রোম্যান্টিক কমেডি ‘সার্কাস’। বক্সঅফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি এই ছবি। নতুন সিনেমা মুক্তির পরেই বৈষ্ণোদেবীর দরবারে পাড়ি দিয়েছিলেন জ্যাকলিন। তবে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত কোনও ছবি শেয়ার করেননি তিনি। সংবাদমাধ্যমের নজর এড়িয়েই বৈষ্ণোদেবী পৌঁছন অভিনেত্রী।