Top Entertainment News Today: সুপ্রিম কোর্টে 'দ্য কেরালা স্টোরি'-র নির্মাতারা, বড়পর্দায় ফিরছেন সব্যসাচী, বিনোদনের সারাদিন
Top Entertainment News: দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন
কলকাতা: বাংলায় 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিষিদ্ধ করার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্প্রতি নির্দেশ দিয়েছিলেন এই ছবিকে বাংলায় নিষিদ্ধ করার। আর এই সিদ্ধান্তকেি চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন ছবির নির্মাতারা। সেই মামলার শুনানি হবে ১২ মে। আংটিবদলের খবরে অবশেষে শিলমোহর। চলতি সপ্তাহের শেষের দিকেই দিল্লিতে, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এক হবেন রাঘব চড্ডা (Raghav Chadha) ও পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। দলীয় সূত্রে খবর, আগামী ১৩ মে, শনিবার আংটিবদল সারবেন আম আদমি পার্টির সাংসদ ও বলিউড অভিনেত্রী। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।
বাংলায় ছবি নিষিদ্ধ করা নিয়ে সুপ্রিম কোর্টে 'দ্য কেরালা স্টোরি'-র নির্মাতারা
বাংলায় 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিষিদ্ধ করার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্প্রতি নির্দেশ দিয়েছিলেন এই ছবিকে বাংলায় নিষিদ্ধ করার। আর এই সিদ্ধান্তকেি চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন ছবির নির্মাতারা। সেই মামলার শুনানি হবে ১২ মে। ঠিক এক বছরের ব্যবধান। আবারও সত্য বনাম উত্তর সত্যের লড়াই। নেপথ্যে আবারও সিনেমা। এক বছর আগে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্ক দানা বেধেছিল। এ বার বিতর্ক ‘দ্য কেরালা স্টোরি’ ছবিকে ঘিরে (The Kerala Story)। আর সেই বিতর্কে জড়িয়ে গেল বাংলাও। অসত্য এবং বিকৃত তথ্যে ভর করে, বিশেষ উদ্যেশ্য চরিতার্থ করতে ছবিটি বানানো হয়েছে বলে অভিযোগ। শান্তি এবং সম্প্রীতি রক্ষার্থে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে বাংলায়। তৃণমূল সরকারের এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশে (The Kerala Story Controversy)।
বিতর্কতেও অব্যাহত জয়যাত্রা
বিতর্ক , ছবি নিষিদ্ধ.. সব পেরিয়ে অব্যাহত দ্য কেরালা স্টোরি (The Kerala Story)-র জয়যাত্রা। বক্সঅফিসে সুদীপ্ত সেনের (Sudipto Sen)-এর ছবি পেরিয়ে গেল ৫০ কোটির লক্ষ্যমাত্রা। বলা ভাল, বিতর্ক কার্যত বাড়িয়ে দিয়েছে ছবির টিকিট বিক্রি। মঙ্গলবার এই ছবির ব্যবসার অঙ্ক ছিল ১১.১৪ কোটি। ৪ দিন মিলিয়ে এই ছবি এখনও পর্যন্ত আয় করল ৫৬.৮৬ কোটি। সোশ্যাল মিডিয়ায় ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) এই ছবির ব্যবসা নিয়ে লিখেছেন। আর সেখানেই তিনি জানিয়েছেন, এই ছবি ইতিমধ্যেই পার করে ফেলেছে ৫০ কোটির লক্ষ্যমাত্রা। তিনি 'দ্য কেরালা স্টোরি'-কে ব্লকবাস্টার বলেই উল্লেখ করেছেন ট্রেড অ্যানালিস্ট।
মনোজের ছবিকে আইনি নোটিশ
সদ্য মুক্তি পেয়েছে মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) অভিনীত ছবি 'সির্ফ এক বান্দা কাফি হ্যায়' (Sirf Ek Bandaa Kaafi Hai)। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই ছবি নিয়েই সম্প্রতি শুরু হয়েছে আইনি তরজা। সূত্রের খবর, এক নাবালিকার ধর্ষণের ঘটনা ও তাঁর সঙ্গে আশ্রম বাপুর (Asaram Bapu)-র যোগ নিয়ে তৈরি হয়েছে এই ছবি। মনোজ অভিনয় করছেন একজন উকিলের ভূমিকায়। মনোজের চরিত্রের নাম পি সি শোলাঙ্কি। পকসো আইনে (POCSO) আইনে অভিযোগ দায়ের হওয়া ও তারপরে এক আইনজীবীর লড়াইয়ের ঘটনাকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। আর সেই ছবি নিয়ে নাকি এবার ছবির নির্মাতাদের কাছে আইনি নোটিশ এসেছে আশ্রম বাপুর তরফে। তাঁর ট্রাস্টের মাধ্যমে এই চিঠি পাঠিয়েছেন তিনি। অভিযোগ, এই ছবির মাধ্যমে আশ্রম বাপু ও তাঁর অনুগামীদের আবেগকে, চিন্তাভাবনাকে অবমাননা করা হয়েছে। এই চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন খোদ প্রযোজকও। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'হ্যাঁ, আমরা আইনি চিঠি পেয়েছি। আগামীতে আমাদের কী পদক্ষেপ হবে সেই নিয়ে আইনজীবীর সঙ্গেও কথা হয়েছে। আমরা পি সি শোলাঙ্কির একটা বায়োপিক বানাতে চেয়েছিলাম। তার রাইটসও কিনে নিয়েছি আমরা। তারপরেই কাজ করেছি। কিন্তু অন্য কেউ যদি মনে করেন, যে এই ছবিটি তার জীবন নিয়ে তৈরি।, তাহলে আমাদের কিছু করার নেই। যে যা খুশি ভাবার ভাবতে পারে, সেটা নিয়ে আমার কিছু করার নেই। ছবি সত্যি কথা বলবে। সবে ছবিটার ট্রেলার বেরিয়েছে। উত্তর পাওয়ার জন্য সম্পূর্ণ ছবিটা দেখতে হবে।'
নতুন চরিত্র নিয়ে বড়পর্দায় ফিরছেন সব্যসাচী
অবসর নয়, পরিচালক শুভ্রজিৎ মিত্রের (Subhrajit Mitra) ছবির হাত ধরেই বড়পর্দায় ফের দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)-কে। 'দেবী চৌধুরানী' (Devi Chowdhirani) ছবিতে, হরবল্লভের ভূমিকায় দেখা যেতে চলেছে এই অভিনেতাকে। দেবী চৌধুরানীকে নিয়ে ছবি তৈরি করছেন শুভ্রজিৎ। বিগ বাজেট এই ছবির প্রেক্ষাপট থেকে শুরু করে সমস্ত কাজই হচ্ছে মহাসমারোহেই। নামভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)-কে। অন্যদিকে, ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee0-কে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দর্শনা বণিক (Darshana Banik), বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) ও অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)-কে।
শুভ্রজিতের 'দেবী চৌধুরানি'-তে অভিনেতা বদল
পরিচালক শুভ্রজিৎ মিত্রের (Subhrajit Mitra) নতুন ছবিতে অভিনেতা বদল। ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta)-র জায়গায় দেখা যাবে অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)-কে। 'দেবী চৌধুরানী' (Devi Chowdhirani)- ছবিতে রঙ্গরাজের (Rongoraj) ভূমিকায় দেখা যাবে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় অর্জুনের সঙ্গে একটি ছবি শেয়ার করে শুভ্রজিৎ জানিয়েছেন, রঙ্গরাজের চরিত্রে অভিনয় করবেন অর্জুন। এবিপি লাইভের তরফ থেকে এই বদলের কারণ জানতে চাওয়া হলে, শুভ্রজিৎ জানান, এটা গোটা দলের একটা ক্রিয়েটিভ সিদ্ধান্ত। অর্জুনকে নিয়ে আশা রয়েছে তাঁর। শুভ্রজিৎ আগেই জানিয়েছেন, রঙ্গরাজের চরিত্র এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অর্জুন এই চরিত্রটার প্রতি সুবিচার করবেন বলেই মনে হয় তাঁর।
আরও পড়ুন: Skin Care Tips: মুখের ত্বকে ভুল করেও ব্যবহার করবেন না এইসব উপকরণ