Jagadhatri: সাধারণ এক মেয়ের ছদ্মবেশে নিজের অন্য পরিচয় লুকিয়ে ঘুরছে 'জগদ্ধাত্রী'!
New Serial Jagadhatri: ব্লুজ প্রোডাকশনের ব্যানারে নতুন এই ধারাবাহিকের পরিচালনা করছেন স্নেহাশীষ চক্রবর্তী । আগামী ২৯ তারিখ থেকে এই ধারাবাহিকের প্রচার শুরু হবে ।
কলকাতা: এ যেন সেই ছোটবেলায় দেখা শক্তিমানের গল্প । কিন্তু কাল্পনিক নয়, এই গল্পে বাস্তবের ছোঁয়া রয়েছে । ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ধারাবাহিক উমা । আর এবার সেই স্লটেই একটি প্রথম সারির চ্যানেলে আসতে চলেছে নতুন ধারাবাহিক জগদ্ধাত্রী ।
ব্লুজ প্রোডাকশনের ব্যানারে নতুন এই ধারাবাহিকের পরিচালনা করছেন স্নেহাশীষ চক্রবর্তী । আগামী ২৯ তারিখ থেকে এই ধারাবাহিকের প্রচার শুরু হবে । ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। তাঁর বিপরীতে দেখা যাবে সৌম্যদীপ মুখোপাধ্যায়কে । ধারাবাহিকে তাঁর নাম সয়ম্ভু । জগদ্ধাত্রীর বিশেষ বন্ধু সে ।
ধারাবাহিকের প্রেক্ষাপট
ধারাবাহিকের প্রেক্ষাপট কিছুটা এমন.. আর পাঁচটা মেয়ের মতোই খুব সাদামাটা একটা মেয়ে এই জগদ্ধাত্রী। সৎ মা, সৎ বোন আর ঠাকুমাকে নিয়েই তার সংসার। কিন্তু সেখানেও জগদ্ধাত্রী ভীষণ একা। সংসারের যাবতীয় কাজ করা সত্ত্বেও তার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সৎ মা। একমাত্র ঠাকুমা ছাড়া কেউই তাকে পছন্দ করে না। এই ঠাকুমাই আগলে রাখে জগদ্ধাত্রীকে । সংসারের সব কাজ সামলে একটি মুক ও বধির মেয়েদের এনজিওতে কাজ করে জগদ্ধাত্রী ।
এরপর গল্পের মোড় ঘোরানো অধ্যায় । এমন করে যেতে যেতেই আচমকা ঘটে যায় একটা ঘটনা। একদিন এনজিওর মেয়েদের নিয়ে মেলায় ঘুরতে যায় জগদ্ধাত্রী । কিন্তু সেখান থেকে ফেরার সময় গুণ্ডাদের খপ্পরে পড়ে জগদ্ধাত্রীরা । পরিস্থিতি এমনই হয়, যে পুলিশও এসেও কার্যত পরিস্থিতিকে সামাল দিতে হিমশিম খায়। সেখান থেকেই প্রকাশ পায় জগদ্ধাত্রীর অন্য রূপ । সাদমাটা জীবন যাপন করলেও জগদ্ধাত্রীর আসল পরিচয় একজন সরকারি উচ্চপদস্থ গোয়েন্দার। সেই পরিস্থিতি থেকে মেয়েদের উদ্ধার করে সে। জগদ্ধাত্রীর কোড নাম এ এস । কিন্তু পেশার তাগিদেই নিজের পরিচয় প্রকাশ করতে চায় না এই জগদ্ধাত্রী ।
চিরাচরিত ধারাবাহিক থেকে অন্য স্বাদের গল্প নিয়েই শুরু হচ্ছে এই ধারাবাহিক । তবে রহস্য সমাধানের পাশাপাশি ধারাবাহিকে থাকবে প্রেমের ছোঁয়াও । প্রথমবার জুটি বাঁধছেন সৌম্যদীপ ও অঙ্কিতা । ধারাবাহিকের গল্পে এই সয়ম্ভু জগদ্ধাত্রীর বিশেষ বন্ধু ।
ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে কিছু ঝলক। সেখানে দেখা গিয়েছে নায়ক নায়িকাকে । সাধারণ মেকআপে অঙ্কিতাকে দেখে বোঝার উপায় নেই তিনি এমন একটি দুঁদে চরিত্র পালন করবেন ।