Madhabilata: পরিবেশকে বাঁচানোর জন্য মাধবীলতার লড়াইয়ের গল্প বলবেন শ্রাবণী-সুস্মিত
Madhabilata Serial: মাধবীলতার গল্প এমন এক মেয়ের, যে প্রকৃতিকে ভালোবাসে, পরিবেশকে ভালোবাসে। আর পরিবেশের জন্য সে লড়াই পর্যন্ত করতে পারে। সেই আভাস অবশ্য পাওয়া গিয়েছে প্রোমোতেই।
কলকাতা: রোজ রাস্তাঘাটে চলতে গিয়ে গাছ কাটার দৃশ্য বোধহয় আমাদের সবারই গা সওয়া হয়ে গিয়েছে। কিন্তু যার অভ্যাস হয়নি এই দৃশ্য, পরিবেশের ক্ষতি হওয়া যাদের কষ্ট দেয় তাদের ক্ষেত্রে? এমনই এক গল্প ছোটপর্দায় নিয়ে আসছে নতুন ধারাবাহিক 'মাধবীলতা'। আজ থেকে ছোটপর্দায় শুরু হচ্ছে এই ধারাবাহিক। মুখ্যভূমিকায় রয়েছেন শ্রাবণী ভুঁইয়া (Shrabani Bhunia)। তার বিপরীতে দেখা যাবে সুস্মিত মুখোপাধ্যায় (Sushmit Mukherjee)-কে। পর্দায় তার নাম হয়েছে সবুজ। এই শোটির প্রযোজনা করছে ব্লুজ (Blues)।
মাধবীলতার গল্প এমন এক মেয়ের, যে প্রকৃতিকে ভালোবাসে, পরিবেশকে ভালোবাসে। আর পরিবেশের জন্য সে লড়াই পর্যন্ত করতে পারে। সেই আভাস অবশ্য পাওয়া গিয়েছে প্রোমোতেই। চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া প্রোমোয় মিলেছে মাধবীলতা ও সবুজের চরিত্রের ঝলক। একটি দা নিয়ে লড়াই করতে দেখা গিয়েছে মাধবীলতাকে। আর সবুজ। তার নামেই প্রকৃতি। কিন্তু সে ছবি তুলতে ভালোবাসে।
আরও পড়ুন: Lokkhi Chele: 'আমার ছেলে স্কুলে গিয়ে বলে, ওর ধর্ম মানবতা', লক্ষ্মী ছেলে ছুঁয়ে গেল রূপম ও রূপকে
মায়ের মতোই প্রকৃতিপ্রেমী হয়ে ওঠে মাধবীলতা। তার বাড়ি জঙ্গলাহাটা। কাঠ পাচারকারীদের সঙ্গে মাধবীলতার শত্রুতা। তাদের সঙ্গে কার্যত লড়াইয়ে নামে মাধবীলতা। তার কাজ জানতে পেরে মাধবীলতার ওপর আকৃষ্ট হয় সবুজ। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যা আসতে থাকে মাধবীলতার জীবনে।
View this post on Instagram
View this post on Instagram