এক্সপ্লোর
গোটা পুরুষ সমাজকে অপমান, এক ব্যক্তির প্রাতঃকৃত্য করার ছবি দিয়ে সমালোচিত টুইঙ্কল

মুম্বই: সদ্যই মুক্তি পেয়েছে স্বামীর ছবি 'টয়লেট এক প্রেম কথা'। ছবিটির বক্স অফিস কালেকশনও উর্ধ্বমুখী। সবমহলে প্রশংসিতও। সবকিছু সঠিক নিয়মেই চলছিল। কিন্তু গত শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খন্না। আচমকা তিনি এক ব্যক্তির প্রাতঃকৃত্য করা অবস্থার ছবি তুলে টুইট করে দেন, এবং ক্যাপশন দেন 'টয়লেট এক প্রেম কথা-দ্বিতীয়'র প্রথম দৃশ্য হবে এটি। সঙ্গে তিনি হ্যাসট্যাগ দেন #WhenYourWalkGoesDownTheToilet।
এক নেটিজেন বলেন, এখনই এই ছবি সরিয়ে দেওয়া উচিত টুইঙ্কলের। সেই বক্তব্যের সূত্র টেনে আর এক নেটিজেনের তোপ, শুধু ছবি সরালেই হবে না, এরজন্যে প্রকাশ্যে সকলের সামনে ক্ষমাও চাইতে হবে টুইঙ্কলকে। অনেকে জানতে চেয়েছেন, এটাই যদি কোনও মহিলা করতেন, তাহলে কি তিনি একইভাবে ছবি পোস্ট করতে পারতেন? অক্ষয়ের সদ্য মুক্তি পাওয়া ছবি 'টয়লেট এক প্রেম কথা' এরমধ্যেই দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। সেখানে সদ্যবিবাহিতা এক মহিলার চরিত্রে অভিনয় করেছেন ভূমি পেডনেকর। যিনি শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, কারণ সেখানে কোনও শৌচাগার ছিল না। পরে মেয়েটির স্বামী বাড়িতে শৌচাগার তৈরি করেন, শুধুমাত্র তাঁর স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে।
এই ছবি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে টুইঙ্কলকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। এক ব্যক্তি সরাসরি মিসেস ফানিবোনসকে আক্রমণ করে বলেন, এক পুরুষের সম্মান নিয়ে এভাবে ছেলেখেলা করার অধিকার কারও নেই। এধরনের ছবি পোস্ট করা মোটেই গ্রহণযোগ্য নয়।Good morning and I guess here is the first scene of Toilet Ek Prem Katha part 2 #WhenYourWalkGoesDownTheToilet pic.twitter.com/tfyTQs8BFM
— Twinkle Khanna (@mrsfunnybones) August 19, 2017
এক নেটিজেন বলেন, এখনই এই ছবি সরিয়ে দেওয়া উচিত টুইঙ্কলের। সেই বক্তব্যের সূত্র টেনে আর এক নেটিজেনের তোপ, শুধু ছবি সরালেই হবে না, এরজন্যে প্রকাশ্যে সকলের সামনে ক্ষমাও চাইতে হবে টুইঙ্কলকে। অনেকে জানতে চেয়েছেন, এটাই যদি কোনও মহিলা করতেন, তাহলে কি তিনি একইভাবে ছবি পোস্ট করতে পারতেন? অক্ষয়ের সদ্য মুক্তি পাওয়া ছবি 'টয়লেট এক প্রেম কথা' এরমধ্যেই দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। সেখানে সদ্যবিবাহিতা এক মহিলার চরিত্রে অভিনয় করেছেন ভূমি পেডনেকর। যিনি শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, কারণ সেখানে কোনও শৌচাগার ছিল না। পরে মেয়েটির স্বামী বাড়িতে শৌচাগার তৈরি করেন, শুধুমাত্র তাঁর স্ত্রীকে বাড়ি ফিরিয়ে আনতে। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















