Urvashi Routela Upcoming Movie: আগামী ছবির জন্য মার্শাল আর্টস শিখছেন উর্বশী রাউতেলা
মাঝে মধ্যেই চরিত্রের প্রয়োজনে লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। কখনও ক্লিওপেট্রার লুকে তো কখনও অন্য কোনও লুকে।
কলকাতা: আগামি ছবিতে একেবারে অন্যভাবে দেখা যেতে চলেছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলাকে (Urvashi Rautela)। মাঝে মধ্যেই চরিত্রের প্রয়োজনে লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। কখনও ক্লিওপেট্রার লুকে তো কখনও অন্য কোনও লুকে। কিন্তু নতুন ছবির জন্য লুক নয়, বরং অন্য কিছু নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
আরও পড়ুন - Bigg Boss OTT Winner: কে জিতলেন 'বিগ বস ওটিটি'র ট্রফি? অবশেষে জানা গেল বহু প্রতীক্ষিত বিজয়ীর নাম
আরও পড়ুন - Shilpa Shetty Social Post: 'নতুন শেষ', শিল্পার ইনস্টাগ্রাম স্টোরিতে বিচ্ছেদের ইঙ্গিত?
উর্বশী রাউতেলার ইনস্টাগ্রামে (Urvashi Rautela Instagram) চোখ রাখলেই সেখানে শরীরচর্চার বিভিন্ন ভিডিও চোখে পড়বে অনুরাগীদের। তবে, অভিনেত্রীর সদ্য পোস্ট করা ভিডিও দেখলে বুঝতে হবে একেবারেই অ্যাকশন মুডে রয়েছেন তিনি। এরইসঙ্গে নতুন ছবির জন্য মার্শাল আর্টসও শিখছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তারই প্রশিক্ষণের ভিডিও পোস্ট করেছেন। উর্বশী রাউতেলার মার্শাল আর্টসের ভিডিও দেখে ইতিমধ্যেই অনুরাগীদের চোখ কপালে উঠে গিয়েছে। সম্প্রতি তিনি যে ভিডিও পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে কতটা দক্ষতার সঙ্গে মার্শাল আর্টস অনুশীলন করছেন অভিনেত্রী।
আরও পড়ুন - ২০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন সোনু সুদ ও তাঁর সহযোগীরা! অভিযোগ আয়কর দফতরের
আরও পড়ুন - কেন 'ওয়েলকাম ব্যাক' থেকে বাদ পড়েছিলেন মল্লিকা শেরাওয়াত?
শুধু মার্শাল আর্টসই নয়, সদ্য পোস্ট করা ভিডিওতে উর্বশী রাউতেলাকে দেখা যাচ্ছে ৬৫ কেজি ওজন তুলতেও। নতুন ছবি সম্পর্কে অভিনেত্রী জানাচ্ছেন যে, তিনি নতুন ছবির জন্য খুবই উচ্ছ্বসিত হয়ে রয়েছেন। তিনি বলছেন, 'অ্যাকশন ছবির জন্য যে প্রশিক্ষণ আমাকে নিতে হচ্ছে, তার জন্য আমি দারুণ খুশি। অ্যাকশন দৃশ্যগুলোয় আমি যাতে নিজেই অভিনয় করতে পারি, তার জন্যই আরও বেশি করে প্রশিক্ষণ নিচ্ছি।' যদিও আগামী ছবি প্রসঙ্গে এখনই বিশেষ কিছু বলতে নারাজ অভিনেত্রী।