Utpal Dutt Birthday: জন্মদিনে ফিরে দেখা অন্যতম সেরা দশ চরিত্র
বাংলা থেকে হিন্দি সবকিছুতেই অনায়াস যাতায়াত ছিল তাঁর। জন্মদিনে ফিরে দেখা রুপোলি পর্দায় সেরা দশ উৎপল দত্ত।
কলকাতা: নাটকের মঞ্চ থেকে রুপোলি পর্দা সর্বত্রই সাবলীল যাতায়াত ছিল তাঁর। নাটক লেখা হোক অথবা পরিচালনা, সমান দক্ষতায় পালন করতেই সব ভূমিকাই। তিনি উৎপল দত্ত। আজ তাঁর ৯২তম জন্মবার্ষিকী। বাংলা সাহিত্য, রুপোলি পর্দা বা থিয়েটারের মঞ্চ, তাঁর অবদান মনে রাখা হবে সব জায়গাতেই। বাংলা থেকে হিন্দি সবকিছুতেই অনায়াস যাতায়াত ছিল তাঁর। জন্মদিনে ফিরে দেখা রুপোলি পর্দায় সেরা দশ উৎপল দত্ত।
হীরক রাজার দেশে - সত্যজিৎ রায়ের পরিচালনায় উৎপল দত্তের সেরা কাজের মধ্যে অন্যতম একটি কাজ 'হীরক রাজার দেশে' ছবিটি। হীরক রাজের ভূমিকায় উৎপল দত্তের অভিনয় ছিল অনবদ্য। গুপি গাইন বাঘা বাইন সিরিজের দ্বিতীয় এই ছবিটিতে নেতিবাচক ভূমিকায় প্রশসিত হয়েছিলেন উৎপল দত্ত।
আগন্তুক - সত্যজিৎ রায় বলেছিলেন, উৎপল দত্ত যদি রাজি না হতেন, তিনি আগন্তুক ছবিটি বানাতেনই না। মনমোহন মিত্রের ভূমিকায় উৎপল দত্তের শান্ত, সংযত ও গভীর অভিনয় ছিল অনবদ্য।
জয় বাবা ফেলুনাথ - মগনলাল মেঘরাজের মত নেতিবাচক চরিত্র বাংলা ছবিতে বেশ দুর্লভ। বেনারসের ব্যবসায়ী মগনলাল ছিলেন গল্পের কেন্দ্রীয় চরিত্র ফেলুদার প্রধান শত্রু। জমজমাট গোয়েন্দা গল্প জয় বাবা ফেলুনাথের অন্যতম আকর্ষণ মগনলাল ওরফে উৎপল দত্তই।
ভুবন সোম - এই ছবিতে নামভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত। একজন রেলওয়ে পুলিশ অফিসারের ভূমিকায় মানানসই অভিনয় মনজয় করেছিল দর্শকদের। মৃণাল সেনের পরিচালনায় এই ছবিটি উৎপল দত্তের অন্যতম সেরা কাজের তালিকায় থাকা একটি ছবি।
পদ্মা নদীর মাঝি - মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বইটি অবলম্বনে ছবি তৈরি করেছিলেন গৌতম ঘোষ। ছবিতে হোসেন মিয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত। জাতীয় পুরষ্কার প্রাপ্ত এই ছবিটি স্মরণীয় হয়ে থাকবে কেবল উৎপল দত্তের সাবলীল অভিনয়ের জন্যই। ছবিতে তাঁর নাম হয়েছিল হুসেন আলি।
অমানুষ - শক্তি সামন্ত পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন উৎপল দত্ত। উত্তমকুমার, শর্মিলা ঠাকুর অভিনীত এই ছবিতে উৎপল দত্ত উজ্জ্বল ছিলেন স্বমহিমায়।
গোলমাল - ঋষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত গোলমাল ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন উৎপল দত্ত। এই ছবিটির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্সে সেরা কমিডিয়ানের সম্মান পেয়েছিলেন তিনি।
সৌখিন - বাসু চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিটির গল্প আবর্তিত হয়েছিল একটি মধ্যবয়স্ক মানুষের জীবনের পরিবর্তন নিয়ে। ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন উৎপল দত্ত।
কিসসা কুর্সি কা- অমৃত নাহাতা পরিচালিত এই ছবিটি ছিল ইমার্জেন্সি পরিস্থিতির ওপর একটি স্যাটায়ার। রাজনৈতিক কারণে একসময় বন্ধ করে দেওয়া হয়েছিল এই ছবির শো। কিসসা কুর্সি কা ছবিতে অভিনয় করেছিলেন উৎপল দত্ত।
নরম গরম - ঋষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে জমিদারের ভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত। এই ছবিটি দ্বিতীয়বার সেরা কমেডিয়ানের পুরস্কার এলে দেয় অভিনেতাকে।