'Uunchai' Box Office Collection: অমিতাভ-বোমন-অনুপমের 'উঁচাই' যাত্রা শুরু, প্রথম দিনে ব্যবসা কেমন হল?
BO Collection Day 1: কোভিড পরবর্তী সময়ে মুক্তি প্রাপ্ত অমিতাভ বচ্চনের সমস্ত ছবির মধ্যে প্রথম দিনে, এটিই সবচেয়ে ব্যবসা করেছ। তাঁর 'চেহরে' ৪৫ লাখের ব্যবসা, 'গুডবাই' ৯০ লাখের ব্যবসা করে প্রথম দিনে।
মুম্বই: ১১ নভেম্বর, শুক্রবার মুক্তি পেয়েছে একগুচ্ছ তারকাদের নিয়ে তৈরি ছবি 'উঁচাই' (Uunchai)। সূরজ বরজাতিয়া (Sooraj Barjatya) পরিচালিত এই ছবি প্রথম দিনেই বক্স অফিসে (Box Office Collection) কতটা সাফল্য লাভ করতে পারল? জানা যাচ্ছে, 'উঁচাই' প্রথমদিনেই সাফল্যের 'উঁচাই' ছুঁয়ে না ফেললেও সফর শুরুর প্রথম পদক্ষেপ ঠিকঠাকই নিয়েছে।
প্রথম দিনে কত ব্যবসা করল 'উঁচাই'?
প্রথম দিনে মোটামুটি ভালই ব্যবসা করেছে 'উঁচাই'। এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী এই ছবি প্রথম দিনে ১.৬০ থেকে ১.৮৫ কোটি টাকার ব্যবসা করেছে। অথচ ৪৮৩টি স্ক্রিনে মাত্র ১৫০০ টি শো পেয়েছে এই ছবি। প্রথম দিনেই এই ছবি দেখতে ভিড় করেছিলেন বিশেষ করে পরিবারের লোকজন ও বয়স্করা।
কোভিড পরবর্তী সময়ে মুক্তি প্রাপ্ত অমিতাভ বচ্চনের সমস্ত ছবির মধ্যে প্রথম দিনে, এটিই সবচেয়ে ব্যবসা করেছ। তাঁর 'চেহরে' ৪৫ লাখের ব্যবসা, 'গুডবাই' ৯০ লাখের ব্যবসা করে প্রথম দিনে। অন্যদিকে 'ঝুন্ড' ছবি প্রথমদিনে ১.১০ কোটি টাকার ব্যবসা করেছিল। তবে 'উঁচাই' ছবির ব্যবসার পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছেন হল কর্তৃপক্ষ।
তবে এই ছবির আসল লড়াই শুরু হবে সোমবার থেকে। যদি সেদিনও প্রথম দিনের মতো ব্যবসা ধরে রাখতে পারে তাহলে পরে গিয়ে সুবিধা হবে। আপাতত সপ্তাহান্তের ব্যবসার পরিমাণে নির্ধারিত হবে অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমন ইরানি, নীনা গুপ্তা, সারিকা, ড্যানি ডেনজঙ্গপা ও পরিণীতি চোপড়ার ভাগ্য।
'উঁচাই' ছবির গল্প
রাজশ্রী প্রোডাকশনসের ছবি 'উঁচাই' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে বি টাউনের তাবড় তিন তারকাকে। অমিতাভ, বোমান ও অনুপম খের। তাঁদের বন্ধু ড্যানি (Danny)। ছবির ট্রেলারেই দেখা গিয়েছিল তিন বন্ধুর দিল্লি থেকে হিমালয় পর্যন্ত যাত্রা। সেই সফরে রয়েছে অনেক কিছু। দীর্ঘদিনের এই চার বন্ধুর গল্পকে নিয়েই আসছে 'উঁচাই'। ট্রেলার প্রকাশ্যে আসতেই দর্শক মুখিয়ে ছিলেন ছবিটা প্রেক্ষাগৃহে দেখার জন্য।
View this post on Instagram
আরও পড়ুন: Chhori: নিকি তম্বোলি-তন্ময় সিংহ অভিনীত মিউজিক ভিডিও 'ছোরি' প্রকাশ্যে