Kili Paul: দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ইন্টারনেট সেনসেশন কিলি পল
সম্প্রতি বেশ কয়েকজনি দুষ্কৃতী তাঁকে (Kili Paul) আক্রমণ করে। কোনওক্রমে তাদের হাত থেকে নিজেকে বাঁচান তিনি। যদিও এই ঘটনায় তাঁর হাতে বেশ কয়েকটা সেলাই পড়েছে বলে তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
নয়াদিল্লি: তানজানিয়ার ইন্টারনেট সেনসেশন কিলি পল (Kili Paul) বলিউড গানে ঠোঁট মিলিয়ে ইনস্টাগ্রাম রিলস তৈরি করে ভাইরাল হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার্সের সংখ্যা চোখে পড়ার মতো। তারকা না হয়েও শুধুমাত্র বলিউড গানে ও ডায়লগে লিপ সিঙ্কিং করে তারকা হয়ে উঠেছেন কিলি পল। তাঁর সঙ্গে ভিডিওতে দেখা যায় তাঁর বোন নিমা পলকেও। এবার ইন্টারনেট সেনসেশন কিলি পল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন। জানা গিয়েছে, সম্প্রতি বেশ কয়েকজনি দুষ্কৃতী তাঁকে আক্রমণ করে। কোনওক্রমে তাদের হাত থেকে নিজেকে বাঁচান তিনি। যদিও এই ঘটনায় তাঁর হাতে বেশ কয়েকটা সেলাই পড়েছে বলে তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
আক্রান্ত কিলি পল-
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিবৃতি পোস্ট করেছেন ইন্টারনেট সেনসেশন কিলি পল। তিনি লেখেন, 'জনা পাঁচেক ব্যক্তি সম্প্রতি আমাকে আক্রমণ করে। কোনওরকমে আমি তাদেরকে প্রতিহত করে রক্ষা পাই। কিন্তু আমার হাতের আঙুলে ছুরির আঘাত লাগে। এবং আঙুলে পাঁচটা সেলাইও পড়েছে। আমাকে লাঠি এবং আরও নানা কিছু দিয়ে মারা হয়। নিজেকে বাঁচাতে আক্রমণকারীদের মধ্যের ২জনকে আমিও পাল্টা আঘাত করি। তারপরই তারা পালিয়ে যায়। সকলে আমার জন্য প্রার্থনা করুন।' যদিও কারা তাঁকে আক্রমণ করে এবং এর পিছনে কারণই বা কি, সে সম্পর্কে কিছু জানাননি কিলি পল।
আরও পড়ুন - Bhool Bhulaiyaa 2 Title Track: 'তেরি আঁখে ভুলভুলাইয়া...', নেট দুনিয়ায় ঝড় তুলছে 'ভুলভুলাইয়া টু'-এর টাইটেল সং
প্রসঙ্গত, সম্প্রতি তানজানিয়ার গ্রামের পোশাক ছেড়ে কিলি পলের নতুন লুক স্যুট, বুট ও ব্লেজারে দেখা যায় কিলি পলকে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে তিনি সম্প্রতি মুক্তি পাওয়া 'কেজিএফ চ্যাপ্টার টু' ছবির ডায়লগ বলছেন। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'ছোট্ট অভিনয়।' তবে, তাঁর অভিনয়ের থেকে বেশি নজর কাড়ছে তাঁর নয়া লুক। স্যুট, বুট ও ব্লেজারে একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন কিলি পল। আর তাঁর এই নয়া লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। তাঁকে লুকের প্রশংসা করার পাশাপাশি বেশ কিছু নেট নাগরিক তাঁকে কমেন্টে লিখেছেন যে, 'এবার তোমাকে খুব শীঘ্রই বলিউড থেকে ডাকবে।'