এক্সপ্লোর
দেখুন: দীপিকা ও রণবীর ‘দত্তক’ বাবা-মা, বললেন বরুণ ধবন

মুম্বই: বলিউডের তারকা জুটি রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনকে তাঁর ‘দত্তক’ বাবা-মা বললেন অভিনেতা বরুণ ধবন। লন্ডনে যাওয়ার পথে বুধবার একটি তাঁর ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করলেন বলিউড অভিনেতা বরুণ ধবন। সেই ভিডিওতে দেখা গিয়েছে ‘পদ্মাবত’ সিনেমার তারকা দীপিকা ও রণবীরকে। ভিডিওতে রণবীরকে বলতে শোনা গিয়েছে, ‘আমি আমার দত্তক বাবা-মার সঙ্গে রয়েছি।ওরা আমার যাত্রাপথের সবকিছু খেয়াল রাখছে’। দীপিকাকেও ‘বদলাপুর’ সিনেমার তারকাকে ভালোভাবে খেয়াল রাখার কথা বলতে ভিডিওতে শোনা গিয়েছে। দীপিকা বলছেন, ‘ও রাতের খাবার খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা, প্রাতঃরাশ করেছেন কিনা.. সে সব খোঁজ নিয়েছি। এখন আমরা ওকে আশীর্বাদ করছি’।
বরুণকে ‘কলঙ্ক’ ও ‘স্ট্রিট ড্যান্সার ৩ ডি’ সিনেমায় দেখা যাবে। অভিষেক বর্মন পরিচালিত ‘কলঙ্ক’ সিনেমায় দেখা যাবে সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, আলিয়া ভট্ট, সোনাক্ষী সিনহা,আদিত্য রায় কপূরের মতো তারকাদের। আগামী ১৭ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে। ‘স্ট্রিট ড্যান্সার ৩ ডি’ সিনেমার পরিচালক রেমো ডি সুজা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















