(Source: ECI/ABP News/ABP Majha)
Yami Gautam: 'উরি'-র পর আবারও স্বামী আদিত্য ধরের প্রযেক্টে ইয়ামি গৌতম, কবে থেকে শুরু হবে শ্য়ুটিং?
Yami Gautam reunites with husband Aditya Dhar: ভিকি কৌশল অভিনীত 'উরি' মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। এই ছবিতে ইয়ামি গৌতমকে দেখা গিয়েছিল একজন নার্সের ভূমিকায়
কলকাতা: ভিকি কৌশল অভিনীত 'উরি' মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। এই ছবিতে ইয়ামি গৌতমকে (Yami Gautam) দেখা গিয়েছিল একজন নার্সের ভূমিকায়। বলিউডসূত্রে খবর আবারও স্বামী আদিত্য ধরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চলেছেন অভিনেত্রী। শোনাযাচ্ছে, এটি একটি রাজনৈতিক থ্রিলার। যার পরিচালনার দায়িত্বে আছেন, দুবারের জাতীয় পুরস্কার বিজয়ী গোয়ান চলচ্চিত্র নির্মাতা আদিত্য সুহাস জামভালে।
শোনাযাচ্ছে, আদিত্যর ব্যানার B62 স্টুডিওর অধীনে তৈরি হওয়া এই ছবিটি মুক্তি পাবে জিও সিনেমায়। এই ছবির বেশিরভাগটাই শ্য়ুটিং হবে দিল্লি এবং কাশ্মীরে। চলতি বছর সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে শ্য়ুটিং।
আরও পড়ুন...
চুলে স্ট্রেটনার, ড্রায়ার ব্যবহার করেন মাঝেমধ্যেই? কোন বিপদের বার্তা দিলেন চিকিৎসকরা?
প্রসঙ্গত, সামনেই মুক্তি পেতে চলেছে ইয়ামি গৌতম (Yami Gautam) অভিনীত 'ওহ মাই গড ২'। এই ছবিতে তাঁকে আইনজীবীর চরিত্রে দেখা যাবে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছিল 'ওহ মাই গড ২' ছবির অফিসিয়াল টিজার। ছবির মুখ্য চরিত্রে এবারও অভিনয় করছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে টিজার পোস্ট করে লিখেছিনেম, 'রখ বিশ্বাস।'
এই ছবির টিজারের গোটাটাই শোনা যাচ্ছিল পঙ্কজ ত্রিপাঠীর কণ্ঠে। শুরুতেই তাঁকে বলতে শোনা যায়, 'ঈশ্বর আছেন কি না, এর প্রমাণ মানুষ আস্তিক বা নাস্তিক হয়ে দিতে পারেন। কিন্তু ভগবান নিজের সৃষ্ট মানুষের মধ্যে কখনও ভেদাভেদ করেন না'। প্রসঙ্গত, 'ওহ মাই গড' ছবিতে দেখা মিলেছিল নাস্তিক কাঞ্জিলাল মেহতার। যে চরিত্রে অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল। সেই সূত্র টেনেই এবারের 'ওহ মাই গড ২' ছবিতে দেখা যাবে আস্তিক কান্তি শরণ মুদগলকে। এই চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠীকে। কান্তি শরণ মুদগল, যিনি মনে প্রাণে শিবের আরাধনা করেন। তাঁকে বিপদের সময়ে উদ্ধারে আসেন স্বয়ং শিব। এভাবেই সেজে উঠেছে গল্পের প্লট।
অমিত রাই পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমারকে শিবের অবতার হিসেবে দেখা যাবে। অক্ষয়ের ডেডলকসে নতুন লুক ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। টিজার প্রকাশ্যে আসার পরই শুভেচ্ছার বন্যা। টাইগার শ্রফ লেখেন, 'গুরু জি'। এক ব্যবহারকারী লেখেন, 'হর হর মহাদেব'। অনেকেই বলছেন টিজার গায়ে কাঁটা ধরানোর মতো।