![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
10 Years of Yami Gautam: বলিউডে ১০ বছর পূর্তিতে স্মৃতির পাতা ঘেঁটে নস্টালজিক ইয়ামি গৌতম
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam)। ছবিতে দেখা যাচ্ছে, সুজিত সরকারের 'ভিকি ডোনর' ছবির জন্য স্টুডিওতে অডিশন দিতে গিয়েছেন তিনি।
![10 Years of Yami Gautam: বলিউডে ১০ বছর পূর্তিতে স্মৃতির পাতা ঘেঁটে নস্টালজিক ইয়ামি গৌতম Yami Gautam walks down memory lane as she completes 10 years in Bollywood 10 Years of Yami Gautam: বলিউডে ১০ বছর পূর্তিতে স্মৃতির পাতা ঘেঁটে নস্টালজিক ইয়ামি গৌতম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/21/18b5a29a0861c558895e90d089d87d72_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দেখতে দেখতে বলিউডে ১০ বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam)। বলিউডে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল 'ভিকি ডোনর' ছবি দিয়ে। সদ্যই সেই ছবি ১০ বছরে পা দিয়েছে। আর তার সঙ্গেই বলিউডে ১০ বছর পূর্তি হয়েছে ইয়ামি গৌতমেরও। আর এমন একটা বিশেষ দিনে স্মৃতির পাতা ঘেঁটে নস্টালজিক 'বালা' অভিনেত্রী।
বলিউড ১০ বছর পূর্তি উপলক্ষে ইয়ামি গৌতম-
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবিতে দেখা যাচ্ছে, সুজিত সরকারের 'ভিকি ডোনর' ছবির জন্য স্টুডিওতে অডিশন দিতে গিয়েছেন তিনি। ছবি পোস্ট করে ইয়ামি গৌতম লেখেন, 'এটাই সেই জায়গা যেখান থেকে আমার বলিউড জার্নি শুরু হয়েছে। এখানেই আমি 'ভিকি ডোনর' ছবির জন্য অডিশন দিতে আসি। এই সোফাটাও এখানেই ছিল। সম্প্রতি এই স্টুডিওতে ফের আসায় স্মৃতির পাতায় ডুব দিলাম। বিগত বছরগুলোয় কত কত সুন্দর স্মৃতি জড়িয়ে রয়েছে এই জার্নির সঙ্গে। ধন্যবাদ সুজিত দা এবং 'ভিকি ডোনর'-এর সম্পূর্ণ টিমকে।' প্রসঙ্গত, এই ছবিতে ইয়ামি গৌতমের বিপরীতে দেখা যায় আয়ুষ্মান খুরানাকে।
আরও পড়ুন - Nimrat Kaur: 'দশভি' ছবির জন্য কীভাবে ১৫ কেজি ওজন বাড়ান নিমরত কৌর?
ইয়ামি গৌতমকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'দশভি' ছবিতে। এই ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছে ইয়ামি গৌতমকে। ছবিতে তাঁর পারফরম্যান্সের জন্য যে নেতিবাচক প্রতিক্রিয়া তিনি পেয়েছেন, তাঁর বিরুদ্ধে সরব হয়ে ইয়ামি গৌতম সোশ্যাল মিডিয়ায় একটি টুইটের উত্তরে লেখেন, 'কোনও কিছু বলার আগে আমি বলতে চাই সাধারণত আমি প্রশংসার সঙ্গে সমালোচনাও মেনে নিতে পারি। কিন্তু যখন কোনও মাধ্যমে ইচ্ছাকৃত নানাভাবে পরিশ্রমকে নামিয়ে দেওয়া হয়, তখন মনে হচ্ছে এই বিষয়ে আওয়াজ তোলা জরুরি। 'আ থার্স ডে', 'বালা', 'উরি' এবং আমার বেশ কিছু ছবির পারফরম্যান্স আমার কাজ অনুযায়ী প্রতিক্রিয়া পেয়েছে। তবে, এবার সত্য়িই যা বলা হচ্ছে, তা অত্যন্ত অসম্মানজনক।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)