Yash Dashgupta: বলিউড ডেবিউর জল্পনায় শিলমোহর, 'ইয়ারিয়াঁ ২'-র মুখ্যভূমিকায় যশ দাশগুপ্ত
Yash Dashgupta on Bollywood: আজ সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে নিয়েছেন যশ। ইয়ারিয়া ২ (Yaariyan 2)-এর হাত হতেই বলিউডে ডেবিউ হচ্ছে তাঁর।
কলকাতা: অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dashgupta) বলিউডে পাড়ি দিচ্ছেন সেই গুঞ্জন তো ছিলই। আর এবার সেই খবরে শিলমোহর দিলেন অভিনেতা নিজেই। প্রকাশ্যে এল বলিউডে তাঁর প্রথম ছবির অ্যানিমেটেড মোশন পোস্টার। ছবির নাম ইয়ারিয়াঁ ২ (Yaariyan 2)।
আজ সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে নিয়েছেন যশ। ইয়ারিয়া ২ (Yaariyan 2)-এর হাত হতেই বলিউডে ডেবিউ হচ্ছে তাঁর। ছবিটি পরিচালনা করেছেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও-এর জুটি (Vinay Sapru and Radhika Rao)।
এই ছবিতে যশের বিপরীতে দেখা যাবে দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar)-কে। এছাড়াও ছবিতে দেখা যাবে অনস্বরা রাজন (Anaswara Rajan), পার্ল ভি পুরি (Pearl V Puri), মিজান জাফরি (Meezaan Jafri), ওয়ারিনা হুসেন (Warina Hussain), লিলিতে দুবে (Lillete Dubey), প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার (Priya Prakash Varrier)। প্রযোজনা সংস্থার অংশ হিসেবে রয়েছেন শিব চানানা (Shiv Chanana) ও কৃষণ কুমার (Krishan Kumar)।
আরও পড়ুন: Siddharth Kiara: এপ্রিলেই শুভদিন! 'দিলওয়ালো কি দিল্লি'-তে বসবে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আসর?
সূত্রের খবর, যশের নতুন ছবি রোম্যান্টিক ঘরানার। এর আগে সোশ্যাল মিডিয়ায় যশের ছবিতে প্রশংসাসূচক মন্তব্য করেছেন বলিউডের বেশ কিছু অভিনেতা অভিনেত্রী। কেরিয়ারের একেবারে শুরুর দিকটা মুম্বইকেই কেটেছে যশের। ফলে বাঙালি এই অভিনেতার মুম্বই বা বলিউড যোগ নতুন নয়। যশের এই নতুন ছবিটি মুক্তি পাবে টি সিরিজের ব্যানারে।
View this post on Instagram