Yash Nusrat: দরগায় যশ-নুসরত, পথশিশুদের হাতে তুলে দিলেন আইসক্রিম
হাতে হাত, একসঙ্গে দরগায় যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। হাতে হাত.. কখনও পায়রাদের খাওয়াচ্ছেন, কখনও পথশিশুদের আবদারে তাদের হাতে তুলে দিচ্ছেন আইসক্রিম।
কলকাতা: হাতে হাত, একসঙ্গে দরগায় যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। হাতে হাত.. কখনও পায়রাদের খাওয়াচ্ছেন, কখনও পথশিশুদের আবদারে তাদের হাতে তুলে দিচ্ছেন আইসক্রিম। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ভিডিও ভাগ করে নিলেন যশ দাশগুপ্ত। সেখানে মাথায় ওড়না দিয়ে গোলাপি পোশাকে দেখা গেল নুসরতকে।
দরগায় যশ নুসরত
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন যশ। গানের সঙ্গে সেখানে দেখা গিয়েছে যশ ও নুসরতকে। দরগায় একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। পুজো দেওয়ার পরে পায়রাদের দানা খাওয়াতে দেখা গেল তাঁদের। তারপর আইসক্রিমের গাড়ি থেকে পথশিশুদের হাতে আইসক্রিম তুলে দিলেন নুসরত। তাঁর মুখে পরিতৃপ্তির হাসি। আল্লাদে আটখানা শিশুরাও।
সোশ্যাল মিডিয়ায় অকপট প্রেম
কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় যশের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন নুসরত। সেখানে দেখা গিয়েছিল, একে অপরের কাছাকাছি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় এই প্রথম এতটা অকপট তাঁরা। মুখে হাসি, একে অপরের চোখে যেন হারিয়ে গিয়েছেন টলিউডের সম্ভবত সবচেয়ে চর্চিত জুটি। বসন্তের অর্থ যেন 'যশরত'-এর নতুন এই ছবি। সোশ্যাল মিডিয়ায় একই ছবি শেয়ার করে নিয়েছিলেন যশও। তবে কিছুক্ষণ পরেই ছবিটি ডিলিট করে দেন তিনি। শেয়ার করা ছবির সঙ্গে নুসরত লেখেন, 'শেষদিন রাতের গল্প।'
বাংলাদেশ, দিল্লি ঘুরে আপাতত কলকাতাতেই রয়েছেন যশরত। সদ্য সোশ্যাল মিডিয়ায় নুসরতের সঙ্গে ছবি শএয়ার করে নিয়েছেন যশও। নায়কের শেয়ার করা নতুন ছবিতে নুসরত ও তাঁর পিছনে দেখা যাচ্ছে নীল সমুদ্র। নায়ক নায়িকা দুজনের চোখেই রোদচশমা। যশ পরেছেন রিপড ডেনিম জ্যাকেট ও জিন্স। নুসরত পরেছিলেন শর্ট জেনিম ও রঙিন ক্রপটপ। একটি ছবিতে দুজনেই তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। অন্য ছবিতে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন এই প্রেমিক যুগল। এর আগে সোশ্যাল মিডিয়ায় মাত্র দুবার নুসরতের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন যশ। একবার সরস্বতী পুজোর সময়, অন্যবার বিমানবন্দরে সফর করার আগে। তবে সেই ছবির থেকে অনেক বেশি গভীর যশের আপলোড করা আজকের ছবি। বসন্তে যুগলের প্রেম বাড়ছে বৈকি।
">