Angry Rantman Unknown Facts: ভাইরাল হতেই বাড়ে জনপ্রিয়তা, কলকাতার ছেলে অভ্রদীপ কেন নিজের নাম রেখেছিলেন 'Angry Rantman'?
Youtuber Angry Rantman: বছর ২৭-এর অভ্রদীপ সাহা ছিলেন কলকাতার বাসিন্দা। যদিও অভ্রদীপ ব্যাঙ্গালুরুর নারায়না কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন
কলকাতা: কিছু 'সত্যি কথা' মজার মোড়কে মানুষের সামনে তুলে ধরা, হাসি ফোটানো মানুষের মুখে.. এই ছিল তাঁর কাজ। কিন্তু মাত্র ২৭ বছরেই থেমে গেল তাঁর জীবন। প্রয়াত জনপ্রিয় ইউটিউবার অভ্রদীপ সাহা (Abhradeep Saha)। যাঁর সোশ্যাল মিডিয়ায় নাম ছিল অ্যাঙ্গ্রি ব়্যাটম্যান (Angry Rantman)। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিন্তু যাঁর জীবন এমন অকালে থেমে গেল, তাঁর সম্পর্কে অনেক তথ্যই জানেন না কেউই।
বছর ২৭-এর অভ্রদীপ সাহা ছিলেন কলকাতার বাসিন্দা। যদিও অভ্রদীপ ব্যাঙ্গালুরুর নারায়না কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কনটেন্ট ক্রিয়েটার হিসেবেই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। নিজের নাম 'অ্যাঙ্গ্রি ব়্যাটম্যান' রেখেছিলেন তিনি কারণ প্রত্যেকটা ভিডিওই তিনি বানাতেন রাগ করে। যেন খুব রেগে কথা বলছেন দর্শকদের সঙ্গে। সিনেমা থেকে শুরু করে ম্যাচ রিপোর্ট, সবকিছুতেই নিজের সোজাসাপ্টা বক্তব্য রাখতেন তিনি।
ইনস্টাগ্রামে এক লাখ ২০ হাজার, ও ইউটিউবে ৪ লাখ ২৮ হাজার সাবস্ক্রাইবার আছে তাঁর। ২০১৭ সালে প্রথম ইউটিউবে কনটেন্ট তৈরি শুরু করেছিলেন অভ্রদীপ। সেই সময়ে ইউটিউব বা অন্য়ান্য সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটারের কাজ তেমন পরিচিত ছিল না। বলা ভল, সবে শুরু হচ্ছে এই চল। কিন্তু সেই সময়েই নিয়মিত কনটেন্ট তৈরি করতেন অভ্রদীপ। নিজের ছন্দে, নিজের স্টাইলে। ধীরে ধীরে তা জনপ্রিয় হয়ে ওঠে।
অভ্রদীপের তৈরি করা 'Why I will not watch Annabelle movie' ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তাঁর কথা বলার ধরণ, রাগ করে বলা কথাগুলির মধ্যেও থাকা রসবোধ ধরতে পেরেছিলেন অনেকেই। এরপরে বেড়ে যায় অভ্রদীপের ফলোয়ার্সের সংখ্যা। ফের একটি ক্রিকেট টিমের হার-জিত, খেলার ভিডিও নিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেটি। অভ্রদীপের প্রোফাইলে, এখনও পিন করা রয়েছে সেই সমস্ত ভিডিও। নেই কেবল মানুষটাই।
View this post on Instagram
আরও পড়ুন: Raj Kundra: চিটফান্ড মালিকের সঙ্গে Bitcoin লেনদেন, রাজ ও শিল্পার ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ED
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।