Yuvaan Update: কাঠি হাতে ঢাক বাজাতে ব্যস্ত ইউভান, বিষাদের দিন মন ভাল করা ছবি শেয়ার রাজের
Yuvaan Update on Puja: সোশ্যাল মিডিয়ায় বিজয়া দশমীর একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন রাজ। সেখানে দেখা যাচ্ছে, লাল শাড়িতে রাঙা হয়ে ঠাকুর বরণ করছেন শুভশ্রী। আর অন্যদিকে কাঠি হাতে ঢাক বাজাতে ব্যস্ত ইউভান
কলকাতা: ঢাকে কাঠি হাতে ব্যস্ত ছোট্ট ইউভান, উৎসব শেষের দিনে মন ভালো করা ছবি শেয়ার করলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। বিজয়া দিনটা প্রতিবারই কাটে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-বাবার বাড়িতে। সিঁদুর খেলে সেখানেই উৎসবে সামিল হন তারকা জুটি। অন্যথা হল না এই বছরেও।
সোশ্যাল মিডিয়ায় বিজয়া দশমীর একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন রাজ। সেখানে দেখা যাচ্ছে, লাল শাড়িতে রাঙা হয়ে ঠাকুর বরণ করছেন শুভশ্রী। আর অন্যদিকে কাঠি হাতে ঢাক বাজাতে ব্যস্ত ইউভান (Yuvaan)। সাদা ধুতি পাঞ্জাবি পরে হাসি মুখে ঢাক বাজানোর চেষ্টা করছে সে। তবে ঢাক আর খুদের উচ্চতা তো প্রায় সমান, তাই ঢাক বাজাতে গেলে ইউভানকে আর কয়েকটা বছর অপেক্ষা করতে হবে যে।
আরও পড়ুন: Dhanush And Aishwaryaa: এখনই বিচ্ছেদ নয়, সম্পর্ক নিয়ে চিন্তাভাবনা করতে চান ধনুশ-ঐশ্বর্য্য: সূত্র
কেবল ঢাক বাজানো নয়, দেবীর পায়ে ফুল দিয়ে বরণও করেছে ইউভান, তবে বাবার কোলে চেপে। রাজ ও শুভশ্রী এর আগেও শেয়রা করে নিয়েছেন ইউভানের সব মন ভালো করা ছবি ভিডিও। বাদ্যযন্ত্রের ওপর আকর্ষণ রয়েছে ইউভানের। শুভশ্রী একবার জানিয়েছিলেন এখন ইউভানের নতুন পছন্দ দ্রুত লয়ের গানের সঙ্গে নাচ।
View this post on Instagram