Fact Check: রাহুলের সভায় মোদির নামে স্লোগান? ভাইরাল ভিডিওটি আদৌও সত্য়ি?
Lok Sabha Election 2024: সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে শোনা যাচ্ছে, রাহুল বক্তব্য থামাতেই মোদির নামে স্লোগান।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োতে মঞ্চের উপর রাহুল গাঁধীকে বক্তৃতা দিতে দিতে হঠাৎই থেমে যেতে দেখা যাচ্ছে। কারণ পরক্ষণেই “মোদি…মোদি…” স্লোগান শুনতে পাওয়া যাচ্ছে। এরপর কংগ্রেস নেতাকে বলতে শোনা যায়, “যত পারো মোদির ছবি দেখাও, আমাদের কিচ্ছু যায় আসে না।” ভিডিয়োটি ফেসবুকে পোস্ট করে অনেকেই দাবি করেছেন, “রাহুল গান্ধীর সভাতে মোদি মোদি…আবকি বার 400 পার”। (আর্কাইভ লিঙ্ক)
Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োটির (Viral video) একটি কি ফ্রেমের (Key Frame) রিভার্স ইমেজ সার্চ (Reverse Image Search) করলে আমরা দেখতে পাই যে, ১৪ মে একই ধরনের একটি ভিডিয়ো @shaandelhite আইডির এক্স হ্যান্ডেলে (X Handle) পোস্ট করা হয়েছিল। ওই ভিডিয়োতে দাবি করা হয়েছে যে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসিতে (Jhansi) বক্তৃতা দিচ্ছিলেন রাহুল গাঁধী (Rahul Gandhi)
The day Constitution is gone, your land rights, reservation, public sector everything will be gone.
— Shantanu (@shaandelhite) May 14, 2024
This is a fight to save our Constitution.
Rahul Gandhi Ji addressed a rally with Akhilesh Yadav in Jhansi, Uttar Pradesh. pic.twitter.com/b56NeZ8CxN
সেই সূত্র ধরে সার্চ করলে রাহুল গাঁধীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে (Rahul Gandhi Yourtube Channel) একই ভিডিয়ো ১৪ মে তারিখে পোস্ট করা হয়েছে, দেখা যায়। ওই ভিডিয়োর ৪৭ মিনিটে রাহুল গান্ধীকে বলতে শোনা যায়, “যেভাবে আমরা ইউপিএ আমলে কৃষি-ঋণ মকুব করেছিলাম, ৪ জুনের পর আবার আমরা ঋণ মকুব করব। তা নিয়ে সংবাদমাধ্যম যা খুশি লিখুক। যত ইচ্ছে মোদির ছবি দেখাক। আমরা আমাদের কাজ করে যাব।” এরপর সভায় উপস্থিত দর্শকদের “মিডিয়া গো ব্যাক” স্লোগান দিতে শোনা যায়।
Conclusion
অতএব এখন এটা জলের মত স্পষ্ট যে, রাহুল গান্ধীর সভায় ‘মোদি…মোদি’ স্লোগান ওঠেনি। ভাইরাল ভিডিয়োটি সম্পাদিত বা এডিটেড।
শক্তি কালেক্টিভের অংশ হিসেবে newschecker-এর এই ফ্যাক্ট চেক প্রতিবেদনটি শিরোনাম, এক্সার্পট-ব্যতীত বাকি অংশ যথাসম্ভব অপরিবর্তিত রেখে এবিপি লাইভ বাংলা কর্তৃক প্রকাশিত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: UPSC CDS 2024 Recruitment: সরকারি চাকরির সুযোগ! UPSC CDS-এ আবেদন করতে পারবেন আপনি?