ABP India at 2047 Summit : 'যতদিন ওঁরা পারফর্ম করছেন...', রোহিত-বিরাটকে নিয়ে বড় বিবৃতি গম্ভীরের
India at 2047 : রোহিত-বিরাট-সহ ভারতীয় ক্রিকেট নিয়ে একাধিক প্রশ্নের চাঁচাছোলা উত্তর 'হেড স্যার' গৌতম গম্ভীরের।

নয়াদিল্লি : বরাবর আক্রমণাত্মক মেজাজই তাঁর পছন্দ। নিজের ক্রিকেট কেরিয়ারে হোক বা কোনও বিষয়ে স্পষ্ট কথা বলা...সব বিষয়েই নিজের মতামত পরিষ্কার জানাতে কখনো পিছপা হন না তিনি। এবারও হলেন না গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার হেড কোচ। ABP Network India at 2047-এর সম্মেলনে সঞ্চালকের একাধিক প্রশ্নের উত্তরও এদিন দিলেন সহজাত ভঙ্গিতে। যে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে ভারতীয় ক্রিকেটের উন্মাদনা, কতদিন তাঁরা দলে থাকবেন, তা নিয়ে যাবতীয় প্রশ্ন; সেসবের উত্তর দিলেন নিজের স্টাইলেই।
তাঁকে প্রশ্ন করা হয়, আসন্ন ইংল্যান্ড সফরে কি থাকছেন রোহিত-বিরাট ? এঁদের কি ফেয়ারওয়েল হবে ?
উত্তরে রোহতি-বিরাটদের 'হেড স্যার' বললেন, "কোচের কাজ সিলেকশন নয়। নির্বাচকদের কাজ নির্বাচন করা। কোচ সেই স্কোয়াড থেকে ১১ জন ক্রিকেটারকে নির্বাচন করেন খেলার জন্য। কাজেই, এই ধারণা আছে যে, কোচই নির্বাচক...না আমার আগের কোচ নির্বাচক ছিলেন, না আমি নির্বাচক। পাঁচ নির্বাচক নির্বাচন করেন। ওঁরা যখন এখানে আসবেন বা ওঁদের যদি এখানে ডেকে প্রশ্ন করতেন, তাহলে ভাল করে উত্তর দিতে পারতেন।
ইন্ডিয়া টিমের ব্ল-প্রিন্টে কি রোহিত-বিরাট আছেন ?
গম্ভীর স্পষ্ট বললেন, "যতদিন ওঁরা পারফর্ম করছেন, ততদিন তাঁদের অবশ্যই থাকা উচিত। কবে আপনি শুরু করবেন, আর কবে শেষ করবেন, তা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। কোনও কোচ, চেয়ারম্যান বা নির্বাচক বা বিসিসিআই বলতে পারবে না যে, আপনাকে এখনই শেষ করতে হবে। পারফর্ম করতে থাকুন, তাতে ৪০ কেন ৪৫ পর্যন্ত খেলুন।"
চলতি আইপিএলে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। এই পরিস্থিতিতে অনেকেই গম্ভীরের অভাব বোধ করছেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি কি KKR-কে মিস করছেন ? উত্তরে স্পষ্ট ভাষায় গম্ভীরের জবাব, "সত্যি বলতে, না। ভারতীয় ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়ার মতো বড় দায়িত্ব আমার আছে।"
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে। দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যায় না। পহেলগাঁওয়ের ঘটনার পর সেই বিষয়ের আরও অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গম্ভীরকে জানতে চাওয়া হয়, পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেট খেলা নিয়ে তাঁর কী মতামত ? গম্ভীর বলেন, "আমার ব্যক্তিগত উত্তর, একদমই না। ক্রিকেট ম্যাচ, বলিউডের সিনেমা বা শিল্পী... কোনও কিছুই দেশের মানুষ ও জওয়ানদের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। ভারত-পাকিস্তানের মধ্যে কিছু থাকা উচিত নয়।"






















