Orange Peels: কমলালেবুর খোসা ফেলে দিচ্ছেন? এই ৮ কাজে ব্যবহার করতে পারেন
Orange: কমলালেবুর মতোই উপকারী এর খোসাও। নানা কাজে ব্যবহারও হয়। এর ব্যবহার থেকে উপকারিতা জানা থাকলে আর কখনও কমলালেবুর খোসা ফেলে দেবেন না।
কলকাতা: শীতকাল জুড়ে বাজারে পাওয়া যায় কমলালেবু (Orange)। ছোট থেকে বড় সকলেরই এই ফল অত্যন্ত পছন্দের। প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে এই ফলে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। শুধু ফল হিসেবেই এটি খাওয়া হয় না। তার সঙ্গে ডেজার্ট থেকে নানা রেসিপিতেও ব্যবহার করা হয় কমলালেবু। এ তো গেল কমলালেবুর উপকারিতা বা ব্যবহারের বিষয়। কমলালেবু খাওয়ার সময়ম নিশ্চয়ই খোসাটা (Orange Peels) ফেলে দিচ্ছেন? তাহলে জানুন, কমলালেবুর মতোই উপকারী এর খোসাও। নানা কাজে ব্যবহারও হয়। এর ব্যবহার থেকে উপকারিতা জানা থাকলে আর কখনও কমলালেবুর খোসা ফেলে দেবেন না।
কমলালেবুর খোসার ব্যবহার ও উপকারিতা-
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বকের অত্যধিক তেল দূর করতে সাহায্য করে কমলালেবুর খোসা। কমলালেবুর খোসা গুঁড়ো করে তার সঙ্গে ১ চামচ দুধ এবং এক চামচ নারকেল তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। তারপর তা ব্যবহার করুন ত্বকে। মিনিট পনেরো পর জল দিয়ে ধুয়ে নিন। নিজেই তফাতটা দেখতে পাবেন।
২. কমলালেবুর খোসা দিয়ে তৈরি করে নিতে পারবেন মোমবাতিও। যা অরেঞ্জ সেন্টেড হবে। মোমের সঙ্গে কমলালেবুর খোসা মিশিয়ে মোমবাতি তৈরি করে নিন।
৩. দাঁত সাদা করতে দারুণ কার্যকরী কমলালেবুর খোসা. দিনে দু বার দাঁতে কমলালেবুর খোসা ঘষে নিন। দাঁত সাদা হবে প্রাকৃতিক পদ্ধতিতে।
আরও পড়ুন - Poush Sankranti 2023: পৌষ সংক্রান্তিতে বানিয়ে ফেলুন পিঠে-পুলি, রইল রেসিপি
৪. বাড়িতে যদি কাঠের আসবাবপত্র থাকে, তাহলে তা চকচকে করুন কমলালেবুক খোসা দিয়ে। বাড়িতে থাকা কাঠের আসবাব ফের পালিশ করার কথা ভাবছেন? তাহলে জেনে রাখুন, পালিশ করার কোনও দরকার নেই। আসবাবপত্রে কমলালেবুর খোসা ঘষে নিন। তারপর একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিন।
৫. কমলালেবুর খোসা দিয়ে বাড়িতে তৈরি করে নিন অরেঞ্জ বাথ অয়েল। তারপর তা স্নানের জলে ব্যবহার করুন। ত্বকের রং ফেরাতে সাহায্য করে।
৬. কমলালেবুর খোসা জলের সঙ্গে ফুটিয়ে তাতে টি ব্যাগ ব্যবহার করে চা তৈরি করুন। খেতেও সুস্বাদু আবার উপকারীও।
৭. কমলালেবুর খোসা দিয়ে বাড়িতে নিজেই সার তৈরি করে নিন। মাটি সুস্থ থাকবে। সঙ্গে গাছও।
৮. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাড়ির মধ্যে যেকোনও কটু গন্ধ দূর করতে কমলালেবুর খোসা দিয়ে এয়ার ফ্রেশনার তৈরি করে নিন।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )