Makar Sankranti 2022 Wishes : মকর সংক্রান্তিতে প্রিয়জনকে শুভেচ্ছাবার্তা পাঠান এভাবে
মকর সংক্রান্তির বিশেষদিনে প্রিয়জনকে কীভাবে শুভেচ্ছা জানাবেন, রইল তার কিছু উদাহরণ
![Makar Sankranti 2022 Wishes : মকর সংক্রান্তিতে প্রিয়জনকে শুভেচ্ছাবার্তা পাঠান এভাবে Happy Makar Sankranti 2022 Wishes Messages Quotes GIF Images Facebook Whatsapp Status Makar Sankranti 2022 Wishes : মকর সংক্রান্তিতে প্রিয়জনকে শুভেচ্ছাবার্তা পাঠান এভাবে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/0baa0bb308e2a3df6e6a05afaa7b6056_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আগামীকাল সারাদেশে পালিত হবে মকর সংক্রান্তি (Makar Sankranti 2022)। পূরাণ মতে জানা যায়, অযোধ্যার ঈক্ষাকু বংশের রাজা সগরের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি করেন দেবরাজ ইন্দ্র। তিনি ঘোড়াগুলি গঙ্গাসাগরে কপিল মুনি আশ্রমের পেছনে লুকিয়ে রেখেছিলেন। সেই ঘোড়া খুঁজতে গিয়েই কপিল মুনির রোষে পড়ে ভস্মীভূত হয়েছিলেন সাগর রাজের ষাট হাজার জন ছেলে। বিশ্বাস করা হয়, তাঁদের উদ্ধার করতেই সগরের নাতি ভগীরথ কপিল মুনির নির্দেশ মতো স্বর্গ থেকে গঙ্গাকে মর্ত্যে নিয়ে আসেন।গঙ্গা শিবের জটা থেকে বেরিয়ে পৃথিবীতে প্রবাহিত হয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছেছিল। মিলেছিল সাগরে। সেই দিন ছিল মকর সংক্রান্তি। এই বিশেষদিনে প্রিয়জনকে কীভাবে শুভেচ্ছা জানাবেন, রইল তার কিছু উদাহরণ-
১. মকর সংক্রান্তির এই এই মাহাত্ম্যপূর্ণ দিনে প্রার্থনা করি ঈশ্বর আপনাকে ও আপনার পরিবারকে অনেক আশির্বাদ করুন। শুভ মকর সংক্রান্তি।
২. উতসবের এই দিনে অনেক সুখ, সাফল্য আর আনন্দ আসুক জীবনে এই প্রার্থনা করি। শুভ মকর সংক্রান্তি।
৩. প্রার্থনা করি মকর সংক্রান্তির এই শুভ মুহূর্তে তোমার জীবন থেকে সমস্ত দুঃখ দূর হয়ে ভরে উঠক আনন্দে। চিরকাল সুখ থাকুক জীবনে। শুভ মকর সংক্রান্তি।
৪. আশা করি অনে সাফল্য আসুক তোমার জীবনে মকর সংক্রান্তির সঙ্গে। প্রার্থনা করি তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক। শুভ মকর সংক্রান্তি।
৫. সুস্বাদু, লাড্ডু, নাড়ু, গুড়ের মিষ্টির মতো তোমার জীবন হয়ে উঠুক আরও মিষ্টিময়। অনেক সুখ আর আনন্দে ভরে উঠুক জীবন। শুভ মকর সংক্রান্তি।
৬. ঈশ্বর তোমাকে আর তোমার পরিবারকে অনেক সুখ সাফল্য আর আনন্দ দিন। ঈশ্বরের আশির্বাদে তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক। শুভ মকর সংক্রান্তি।
মকর সংক্রান্তিতে গঙ্গা এবং সাগরের সঙ্গমে স্নান করলে অসীম পুণ্যের কথা বর্ণিত হয়েছে পুরাণে। যিনি গঙ্গাসাগরে যেতে পারবেন না তিনি যেকোনও জলাশয়ে সাগরকে স্মরণ করে স্নান করবেন৷ এমনটাও বলে থাকেন শাস্ত্রজ্ঞরা।
আরও পড়ুন - Mosambi Peels Benefit: সহজলভ্য এই ফলের খোসাতেই দূর হবে ক্যানসার: তথ্য
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)