(Source: ECI/ABP News/ABP Majha)
Corona Update: করোনা পরিস্থিতি নিয়ে আজ ৫ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক কেন্দ্রের
Coronavirus: স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫৯,৬৩২ জন। এই পরিস্থিতিতে আজ বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
নয়াদিল্লি: করোনা পরিস্থিতি নিয়ে আজ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এই ভার্চুয়াল বৈঠকে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
রবিবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বৈঠকে করোনা পরিস্থিতি, স্বাস্থ্যব্যবস্থা, টিকাকরণ, জনগণের স্বাস্থ্যের উপর করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের প্রভাব নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিকরা ছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য, ক্যাবিনেট সচিব রাজীব গৌবা, স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা, স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ, আইসিএমআর-এর ডিজি এবং অন্যান্য আধিকারিকরা।
স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৫৯,৬৩২ জন। গত ২২৪ দিনের মধ্যে ২৪ ঘণ্টায় এটাই সবচেয়ে বেশি সংক্রমণ। গত বছরের ২৯ মে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,৬৫,৫৫৩। এখন দেশে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৫,৯০,৬১১, যা গত ১৯৭ দিনে সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২৭ জনের। এই নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,৮৩,৭৯০ জনের।
এদিকে, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বেড়ে গিয়েছে। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৬২৩। তার মধ্যে ১,৪০৯ জন হয় সুস্থ হয়ে উঠেছেন, না হলে দেশের বাইরে চলে গিয়েছেন। দেশের মধ্যে সবচেয়ে বেশি ওমিক্রন আক্রান্ত মহারাষ্ট্রে। এই রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১,০০৯। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫১৩। কর্ণাটকে ৪৪১ জন, রাজস্থানে ৩৭৩ জন, কেরলে ৩৩৩ জন এবং গুজরাতে ২০৪ জন ওমিক্রন আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, বাংলাতেও করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ২৮৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ জনের।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )