COVID-19 Booster Dose: দেশজুড়ে চলছে বুস্টার ডোজ কর্মসূচি, কত টাকায় পাওয়া যাচ্ছে টিকা?
Booster Dose: সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক ভ্যাকসিনের দাম কমানোর পর, ২২৫ টাকাতে মিলছে কোভিশিল্ড ও কোভ্যাকসিন। তার সঙ্গে বাড়তি দিতে হচ্ছে পরিষেবা ফি ও জিএসটি। গতকাল থেকে শুরু হয়েছে এই কর্মসূচি।
কলকাতা: কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী গতকাল থেকে শুরু হয়েছে প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ (COVID-19 Booster dose) কর্মসূচি। ১৮ বছরের বেশি যাঁদের বয়স, করোনাভাইরাসের (Coronavirus) প্রতিরোধের জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে বুস্টার ডোজ নেওয়ার জন্য ফের টিকাকরণ কেন্দ্রে হাজির হচ্ছেন তাঁরা। তবে এর আগে সরকারের পক্ষ থেকে করোনার টিকার দু’টি ডোজ বিনামূল্যে দেওয়া হলেও, এবার আর সেরকম কোনও ব্যবস্থা নেই। স্বাস্থ্যমন্ত্রক এবার জানিয়ে দিয়েছে, বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে না। এবার কিনতে হবে।
বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকে মিলছে বুস্টার ডোজ
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, শুধুমাত্র বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকে প্রাপ্তবয়স্কদের করোনার বুস্টার ডোজ দেওয়া হবে। অর্থাৎ, গাঁটের কড়ি খরচ করে তা কিনতে হবে। সেইমতো রবিবার কলকাতা সহ দেশের বিভিন্ন শহরের বেসরকারি হাসপাতালগুলিতে করোনার বুস্টার ডোজ নিতে হাজির হন অনেকে। তবে পূর্ব ঘোষণামতো স্বাস্থ্যকর্মী, প্রথম সারির করোনা যোদ্ধা এবং ৬০ বছরের বেশি ব্যক্তিরা সরকারি কেন্দ্র থেকে বুস্টার ডোজ পাচ্ছেন।
কমল টিকার দাম
বুস্টার ডোজের দাম কত হবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। সেই ধোঁয়াশা দূর করেছে সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক। জানিয়ে দেওয়া হয়েছে, কোভিশিল্ড কোভ্যাকসিন, দু’টি বুস্টার ডোজেরই দাম রাখা হয়েছে ২২৫ টাকা। বিভিন্ন বেসরকারি হাসপাতালকে চিঠি দিয়ে একথা জানিয়েছে সংশ্লিষ্ট দুই সংস্থা।
ভারতের বিপুল বাজারের দিকে তাকিয়ে বুস্টার ডোজ কর্মসূচি শুরুর ঠিক আগের দিন ভ্যাকসিনের দাম এক ধাক্কায় কমানোর কথা ঘোষণা করে সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক। সেইমতো কোভিশিল্ড ৬০০ টাকার পরিবর্তে ২২৫ টাকায় এবং কোভ্যাকসিন ১,২০০ টাকার পরিবর্তে ২২৫ টাকায় পাওয়া যাচ্ছে। তার সঙ্গে যোগ হচ্ছে সর্বোচ্চ ১৫০ টাকা পরিষেবা ফি। জিএসটি বাবদ থাকছে ১১ টাকা। সবমিলিয়ে বুস্টার ডোজের দাম পড়ছে সর্বোচ্চ ৩৮৬ টাকা।
স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস হলে, তবেই নেওয়া যাবে বুস্টার ডোজ।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )