India Covid Update: গত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত ১২৩৩, অ্যাক্টিভ কেস নামল ১৫ হাজারের নীচে
India Covid: আরও কমল ভারতের কোভিড সংক্রমণ। ৩০ মার্চ, বুধবার প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ফের দেড় হাজারের নীচে।
![India Covid Update: গত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত ১২৩৩, অ্যাক্টিভ কেস নামল ১৫ হাজারের নীচে india reports 1233 new covid infection 31 deaths in last 24 hours, active case fall below 15000 India Covid Update: গত ২৪ ঘণ্টায় সারা দেশে আক্রান্ত ১২৩৩, অ্যাক্টিভ কেস নামল ১৫ হাজারের নীচে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/23/a4dffe6e798097af1ff4ad0e816474c0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আরও কমল ভারতের (India) কোভিড সংক্রমণ। ৩০ মার্চ, বুধবার প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ফের দেড় হাজারের নীচে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১২৩৩ জন। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১ জনের।
নিম্নমুখী অ্যাক্টিভ কেস:
প্রতিদিনই দৈনিক কোভিড (Covid) সংক্রমণের গ্রাফ কমায় এবং সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশে কমছে অ্যাক্টিভ কেসের (active case) সংখ্যাও। শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে আরও কমেছে অ্যাক্টিভ কোভিড কেসের সংখ্যা। ৩০ মার্চের বুলেটিন অনুযায়ী এখন দেখে মোট অ্যাক্টিভ কোভিড কেস ১৪৭০৪ জন। দৈনিক কোভিড পজিটিভিটি রেট (Positivity Rate) এবং সাপ্তাহিক পজিটিভিটি রেট, দুটিই ক্রমশ কমছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৮৭৬ জন কোভিড সংক্রমণ মুক্ত হয়েছেন। এখন ভারতে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৬ লক্ষ ২৪ হাজার ২২ টি কোভিড পরীক্ষা হয়েছে।
চলছে টিকাকরণ:
কোভিড সংক্রমণ যেমন কমছে। তেমনিই বাড়ছে কোভিড টিকাকরণও (Covid Vaccination)। কোভিড টিকাকরণের শুরুর দিন থেকে বুধবার সকাল পর্যন্ত ভারতে প্রায় ১৮৪ কোটির কাছাকাছি কোভিড টিকা দেওয়া হয়েছে। চলতি বছরের ১৬ মার্চ থেকে দেশে ১২ থেকে ১৪ বছর বয়সী নাবালকদের জন্যও কোভিড টিকাকরণ শুরু হয়েছে। এখনও পর্যন্ত ১ কোটি ৫০ লক্ষ নাবালক কোভিড টিকার প্রথম ডোজের আওতায় এসেছে।
দেশে দৈনিক কোভিড সংক্রমণ ক্রমশ কমতে থাকায় করোনা বিধিও ক্রমশ আলগা করা হচ্ছে দেশে। ইতিমধ্যেই করোনা পূর্ববর্তী সময়ের মতো আন্তর্জাতিক উড়ান চালু হয়েছে। সূত্রের খবর, ৩১ মার্চের পর থেকে মাস্ক (Mask) পরা ছাড়া প্রায় সব করোনাবিধিই উঠে যাবে।
আরও পড়ুন: তাপপ্রবাহের সতর্কতা, সুস্থ থাকতে মানতেই হবে কিছু নিয়ম
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)