Muscle Degeneration: মায়োটনিক ডিসট্রফি সারাতে ভরসা সাইক্লিং? বলছে গবেষণা
Science News: নতুন এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে জার্নাল অফ ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন-এ
অন্টারিও, কানাডা: মায়োটনিক ডিসট্রফি (Myotonic dystrophy)। মাংসপেশির এক বিশেষ ধরনের সমস্যা। এটি একটি জিনগত রোগ। এই রোগের কারণে মাংসপেশির ক্ষয় (Muscle Degeneration) হয়ে থাকে। এই রোগে আক্রান্তদের নিয়েই গবেষণা করছিলেন ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের (McMaster university) গবেষকরা। তাঁরাই এবার একটি চমকপ্রদ দাবি করলেন। সাইক্লিং (cycling) অর্থাৎ সাইকেল চালানোর অভ্যাস থাকলে এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সচলতা (mobility) বাড়বে।
কোথায় প্রকাশিত:
নতুন এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে জার্নাল অফ ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন-এ (Journal of clinical Investigation).
গবেষকদের দাবি:
গবেষক দলের প্রধান মার্ক তারনোপোলস্কি (Mark Tarnopolsky) জানিয়েছেন, ১২ সপ্তাহ ধরে সপ্তাহে তিন দিন ৩৫ মিনিট করে সাইক্লিং করলে ওই রোগে আক্রান্তদের ফিটনেস ৩২ শতাংশ বেড়ে যায়। যাঁদের নিয়ে এই গবেষণা হয়েছে, ১২ সপ্তাহ পরে তাঁদের মাংসপেশির (Muscle) পরিমাণ প্রায় দেড় কেজি বৃদ্ধি পেয়েছে। এছাড়া তাঁদের ২ শতাংশ ফ্যাটও (Fat) কমেছে। তাঁদের হাঁটার (Walking) ক্ষমতাও বেড়েছে।
কীভাবে হয়েছে গবেষণা:
১১ জন রোগীর উপর চলেছে এই গবেষণা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মায়োটনিক ডিসট্রফি (Myotonic dystrophy) এমন একটি রোগ। যা ধীরে ধীরে মাংসপেশির সচলতা বন্ধ করে দেয়। এর আগে ইঁদুরের উপরও গবেষণা করা হয়েছে বলে জানাচ্ছেন গবেষকরা।
গবেষকরা জানাচ্ছেন, মায়োটনিক ডিসট্রফি রোগে আক্রান্তদের অনেক চিকিৎসক কোনওরকম শরীরচর্চা করতে বারণ করেন, মাংসপেশির আরও সমস্যা ঠেকাতেই এই বারণ করা হয়। যদিও গবেষকরা জানাচ্ছেন, এই সেই ধারণা এবার ভুল প্রমাণ হয়েছে। মায়োটনিক ডিসট্রফি রোগে মাংসপেশির সমস্যা, পেশির দুর্বলতা এমনকী ফুসফুসের সমস্যাও দেখা যায়। ফলে নানাভাবে দৈনন্দিন কাজকর্ম করা সমস্যা হয়ে দাঁড়ায় এই রোগীদের ক্ষেত্রে। দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় এই রোগীদের। তাঁদের জন্য এই নতুন গবেষণা আশার আলো নিয়ে এসেছে বলে মনে করছেন অনেকে।
আরও পড়ুন: সচেতন থাকলেই রোখা যাবে ডেঙ্গি-বিপদ
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )