Air Purifier Benefits: ঘরে কেন রাখবেন এয়ার পিউরিফায়ার? কী কী সুবিধা পাওয়া সম্ভব এই যন্ত্রাংশের সাহায্যে?
Air Pollution: বাতসের মধ্যে থেকে ধূলিকণা শুষে নিতে সাহায্য করে এয়ার পিউরিফায়ার। তার ফলে ঘরের ভিতরে যদি আপনি এয়ার পিউরিফায়ার রাখেন তাহলে ঘরের ভিতরের বাতাস পরিশুদ্ধ থাকবে।
Air Purifier Benefits: আসছে শীতের মরশুম (Winter Season)। বাড়বে দূষণের (Air Pollution) মাত্রা। একধাক্কায় বাতাসের গুণমান খারাপ হবে। আর সেই সঙ্গেই দেখা দেবে বায়ুদূষণজনিত একাধিক রোগ। যাঁদের সর্দি, কাশি অর্থাৎ ঠান্ডা লাগার ধাত রয়েছে এবং অ্যালার্জি হওয়ার প্রবণতা রয়েছে এই মরশুমে তাঁদের একটু বেশিই সতর্ক থাকা প্রয়োজন। বায়ুদূষণের ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন এয়ার পিউরিফায়ার (AIr purifier)। আজকাল অনেকের বাড়িতেই এই যন্ত্র থাকে। বিভিন্ন ই-কমার্স সংস্থা থেকে অনলাইনে কিনে নিতে পারবেন এয়ার পিউরিফায়ার। এর সাহায্যে আপনি কী কী উপকার পেতে পারেন, চলুন জেনে নেওয়া যাক।
- আপনি যে বাতাস নিঃশ্বাস, প্রশ্বাসের সময় ইনহেল করছেন তা দূষিত হওয়া চলবে না। আপনার আশপাশের বাতাসের গুণমান ভাল রাখতে সাহায্য করে এয়ার পিউরিফায়ার। বাতাসের মধ্যে থাকা পলিউট্যান্ট বা দূষণের উপাদান দূর করে শ্বাস নেওয়ার উপযুক্ত অক্সিজেন প্রদান করে এই যন্ত্রাংশ। ঘরের ভিতরে এয়ার পিউরিফায়ার রাখলে চারপাশের বাতাস থেকে দূষিত উপকরণ দূর হবে। পরিশুদ্ধ বাতাস শ্বাস-প্রশ্বাসের সময় পাবেন আপনি। এর জেরে এড়ানো যাবে সর্দি, কাশি, শ্বাসকষ্ট, অ্যালার্জি, অ্যাজমার মতো সমস্যা।
- অনেকসময় আমাদের ঘরে বিভিন্ন কারণে দুর্গন্ধ হয়। বাড়িতে এয়ার পিউরিফায়ার থাকলে আপনার ঘরে কোনওরকম দুর্গন্ধ থাকবে না। ঘরের ভিতরের বাতাস থেকে দুর্গন্ধ হতে পারে এমন উপকরণ সরিয়ে নেয় এই যন্ত্রাংশ। আর আপনি পাবেন নিঃশ্বাস নেওয়ার উপযুক্ত ও পরিশুদ্ধ বাতাস। অনেকক্ষেত্রেই লক্ষ্য করা যায় আমাদের ঘরের ভিতরের বাতাসে কেমন যেন একটা ভ্যাপসা গন্ধ থাকে যা বেশ অস্বস্তিকর। এয়ার পিউরিফায়ারের সাহায্যে এই জাতীয় সমস্যা এড়ানো সম্ভব।
- বাতসের মধ্যে থেকে ধূলিকণা শুষে নিতে সাহায্য করে এয়ার পিউরিফায়ার। তার ফলে ঘরের ভিতরে যদি আপনি এয়ার পিউরিফায়ার রাখেন তাহলে ঘরের ভিতরের বাতাস পরিশুদ্ধ থাকবে। সেখানে ডাস্ট পার্টিকল জমবে না। যদি আপনার ধুলো থেকে অ্যালার্জির প্রবণতা থাকে তাহলে ডাস্ট অ্যালার্জির সমস্যা এড়াতে আপনি ঘরে একটা এয়ার পিউরিফায়ার রেখে দেখতে পারেন। ধুলো থেকে হওয়া সর্দি-কাশি, হাঁচি, শ্বাসকষ্টের মতো সমস্যা কমতে পারে।
- বায়ুবাহিত একাধিক রোগের নিরাময় সম্ভব এয়ার পিউরিফায়ারের সাহায্যে। কারণ এই যন্ত্রাংশ পরিশুদ্ধ বাতাস প্রদান করে। তাই দূষিত বায়ু থেকে দূরে থাকার জন্য এবং অ্যালার্জি জাতীয় সমস্যা এড়ানোর জন্য এই যন্ত্রাংশ ব্যবহার করা প্রয়োজন। অন্তত সাধারণ হাঁচি, কাশি, শ্বাসকষ্ট এড়ানো সম্ভব হবে। তবে শারীরিক অবস্থার অবনতি হলে অবশ্যই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। ঘুমের সময়েও যেহেতু এয়ার পিউরিফায়ারের সাহায্যে ঘরে আপনি পরিশুদ্ধ বাতাস পান তাই ঘুম ভাল হয়।
আরও পড়ুন- দিনের শুরুতে এই কাজগুলি করলে সারাদিন কাটাবেন সাবলীল ভাবে, দেখে নিন সহজ কিছু টিপস
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন