এক্সপ্লোর
Summer Makeup Tips : গরমকালে কীভাবে ঠিক রাখবেন মুখের মেকআপ ? রইল সহজ কিছু টিপস
Makeup: গরমকালে মেকআপ করার সময় ত্বক চিটচিটে হয়ে যেতে পারে এই জাতীয় কোনও মেকআপ প্রোডাক্ট একেবারেই ব্যবহার করবেন না। ঘামে তাহলে অবস্থা করুণ হয়ে যাবে মেকআপের।

ছবি সূত্র- পিক্সেলস
Source : Pexels
Summer Makeup Tips : গরমকালে মেকআপ করলে তা গলে যাওয়ার সম্ভাবনা থাকে ঘামের জেরে। এছাড়াও ত্বকে দেখা দিতে পারে অনেক ধরনের সমস্যা। কীভাবে সতর্ক থাকবেন, যত্ন নেবেন, জেনে নিন। এর পাশাপাশি গরমকালে মেকআপ করার ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখবেন যাতে ত্বক ভাল থাকবে এবং মেকআপও সহজে নষ্ট হবে না, জেনে নিন।
- গরমকালে মেকআপ করার অনেক অসুবিধা রয়েছে। ঘামে মেকআপ ত্বকে ভালভাবে বসতে চায় না। এছাড়াও মেকআপ করার পর ঘামে তা গলে যেতে পারে। তাই গরমকালে মেকআপ প্রোডাক্ট যতটা কম সম্ভব ব্যবহার করলেই ত্বকের পক্ষে ভাল। যাঁদের একান্তই রোজ মেকআপ করতে হয়, গরমের দিনে তাঁরা একটু বেশিই সতর্ক থাকুন।
- যাঁদের স্কিন খুব তেলতেলে কিংবা যাঁদের খুব বেশি ঘাম হয়, গরমের দিনে সঠিকভাবে মেকআপ করা এবং ত্বকের স্বাস্থ্যের খেয়াল রাখা তাঁদের পক্ষে বেশ অসুবিধার হয়ে যায়।
- গরমকালে মেকআপ করার সময় শুরুতেই ব্যবহার করা উচিৎ ভাল গুণমানের প্রাইমার। এর ফলে আপনার ত্বকে মেকআপ ভালভাবে বসবে, স্থায়ী হবে। মেকআপ যদি ত্বকে ভালভাবে না বসে তাহলে অবধারিত ভাবে ঘামে তা ছোপ ছোপ হয়ে মুখের উপর ফুটে উঠবে এবং দেখতে খুবই বাজে লাগবে। মনে হবে ত্বকের উপর যেন ফাটল ধরেছে।
- ফাউন্ডেশন, কনসিলার যাই ব্যবহার করুন না কেন, গরমের মরশুমে ত্বকে মেকআপ ভালভাবে সেট করার জন্য লুজ পাউডার ব্যবহার করুন। আর এই পাউডার ব্যবহারের জন্য হাত নয়, অতি অবশ্যই ব্রাশ নেবেন। আর নিজের ব্রাশ কারও সঙ্গে শেয়ার করবেন না। কারণ এর থেকে ত্বকে ইনফেকশনের সম্ভাবনা থাকে।
- মেকআপ করা শেষ হলে, মেকআপ ফিক্সার ব্যবহার করতে ভুলবেন না। ভাল গুণমানের প্রোডাক্ট ব্যবহার করা উচিৎ। মেকআপ ফিক্সার ত্বকে মেকআপ ভালভাবে বসতে সাহায্য করে। এই মেকআপ ফিক্সার স্প্রে করার সময় অতি অবশ্যই চোখ এবং মুখ বন্ধ করে রাখবেন। মেকআপ ফিক্সার হিসেবে স্প্রে ব্যবহার করাই ভাল। আর এটা কুলিং এবং হাইড্রেটিং ধরনের স্প্রে হলে ত্বকে আরামও পাবেন।
- গরমকালে মেকআপ করার সময় ত্বক চিটচিটে হয়ে যেতে পারে এই জাতীয় কোনও মেকআপ প্রোডাক্ট একেবারেই ব্যবহার করবেন না। ঘামে তাহলে অবস্থা করুণ হয়ে যাবে মেকআপের।
- যদি আপনার স্কিন ভীষণ সেনসিটিভ হয় এবং অয়েলি হয়, তাহলে আদৌ আপনার ত্বকের জন্য মেকআপ করা ঠিক কিনা, সেই প্রসঙ্গে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়া জরুরি।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















