Maoists Killed: ছত্তীসগঢ়ে নিরাপত্তাবাহিনী-মাওবাদী সংঘর্ষ, নিহত ১২ মাওবাদী
Chhattisgarh News: এদিন দুপুর থেকেই ছত্তীসগঢ়ের বিজাপুর জেলার গঙ্গালুরে শুরু হয়েছিল নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় গুলি চলে।
নয়াদিল্লি: লোকসভা নির্বাচন পর্বে ফের মাওবাদীদের (Maoists) বিরুদ্ধে অভিযান। আর তাতেই এল সাফল্য। ছত্তীসগঢ়ের (Chhattisgarh) বিজাপুরের পিড়িয়ায় নিরাপত্তাবাহিনী-মাওবাদী সংঘর্ষ। ঘটনায় নিহত ১২ মাওবাদী।
নিহত ১২ মাওবাদী: এদিন দুপুর থেকেই ছত্তীসগঢ়ের বিজাপুর জেলার গঙ্গালুরে শুরু হয়েছিল নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় গুলি চলে। গত মাসেও মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেয়েছিল নিরাপত্তাবাহিনী। ওই এলাকা মাওবাদী অধ্যুষিত বলে পরিচিত। ওই এলাকা বিজাপুরে পিড়িয়া থানার অন্তর্গত। এদিন এই অভিযান প্রসঙ্গে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই বলেন, ‘‘ওই এলাকায় ১২ জন মাওবাদীর মৃতদেহ পাওয়া গিয়েছে। ছত্তীসগঢ়ের মানুষ এখন ডবল ইঞ্জিন সরকারের সুফল পাচ্ছেন। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার বলেছেন মাওবাদী মুক্ত ছত্তীসগঢ় চান। এই অভিযানের জন্য নিরাপত্তাবাহিনীকে অনেক ধন্যবাদ।’’
#WATCH | Chhattisgarh CM Vishnu Deo Sai says, "An encounter broke out with the Naxals in Gangaloor area of Bijapur district...12 dead bodies of the Naxals have been found. I congratulate our jawans & senior officers..." https://t.co/OXMg9oAXUO pic.twitter.com/I9woGLlGRf
— ANI (@ANI) May 10, 2024
এর আগে গত মাসে লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রাক্কালে ছত্তীসগঢ়ে মাওবাদীদের (Maoists) বিরুদ্ধে অভিযান হয়। বিজাপুর (Bijapur) জেলার বস্তার লোকসভা এলাকায় (Bastar Lok Sabha constituency) নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ হয়। দুপক্ষের গুলির লড়াইয়ে নিহত হয় ৯ জন মাওবাদী। এই অভিযান প্রসঙ্গে ছত্তীসগঢ়ে পুলিশের বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি জানিয়েছিলেন, নিরাপত্তারক্ষীদের যৌথ বাহিনী নকশাল বিরোধী অভিযান শুরু হয়। দু-পক্ষের মধ্যে গুলির লড়াই থামার পর ঘটনাস্থল থেকে প্রথমে চারজন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি একটি লাইট মেশিনগান,কয়েকটি ব্যারেল গ্রেনেড লঞ্চার, অন্যান্য অস্ত্র ও প্রচুর গুলি উদ্ধার হয়েছিল। পরে উদ্ধার হয় আরও ৫ মাওবাদীর মৃতদেহ। মাওবাদী বিরোধী অভিযানে যৌথ বাহিনীতে ডিস্ট্রিক্ট রির্জাভ গার্ডের জওয়ান সহ সেন্ট্রাল রির্জাভ ফোর্স এবং তাদের অধীনস্ত কোবরা কমান্ডোরা ছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন, মনোনয়ন পেশ একাধিক তারকা প্রার্থীর