Balochistan News: বালুচিস্তানে পাক সেনার কনভয় উড়িয়ে দিল BLA, প্রাণ গেল ১২ জওয়ানের, জোর ধাক্কা খেল শেহবাজ সরকার
Pakistan News: হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠন Balochistan Liberation Army.

নয়াদিল্লি: বিস্ফোরণে কেঁপে উঠল বালুচিস্তান। পাকিস্তানি নেসার কনভয় লক্ষ্য় করে হামলা। IED বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হল পাক সেনার কনভয়। তাতে ১২ জন পাক জওয়ান মারা গিয়েছেন বলে খবর। এই হামলার দায় স্বীকার করেছে বালুচিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠন Balochistan Liberation Army (BLA), যারা পাকিস্তান সরকারের হাত থেকে বালুচিস্তানকে মুক্ত করতে হাতে অস্ত্র তুলে নিয়েছে। (Balochistan News)
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার প্রত্যাঘাতে Operation Sindoor নিয়ে এই মুহূর্তে ভারতের সঙ্গে সংঘাত চলছে পাকিস্তানের। সেই আবহেই বালুচিস্তান নিয়ে নতুন করে বিপত্তি বাড়ল তাদের। মঙ্গলবার সকালে সেখানে সেনার কনভয় উড়িয়ে দেওয়া হল। পাকিস্তানি সেনাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, IED বিস্ফোরণ ঘটিয়ে Balochistan Liberation Army সেনার কনভয় উড়িয়ে দিয়েছে। বালুচিস্তানের কাচ্চি জেলার মাচ এলাকায় এই হামলা হয়েছে। (Pakistan News)
সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, যে ১২ জন পাক জওয়ান মারা গিয়েছেন, তাতে শামিল রয়েছেন স্পেশ্যাল অপারেশন্স কমান্ডার তারিক ইমরান, সুবেদার উমর ফারুখ। যে গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটি চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে। BLA-র লোকজন এলাকাতেই রয়েছে বলে খবর। সেখানমে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
এর আগে, গত ৬ মে-ই বালুচিস্তানে সেনার কনভয়ে হামলা চালায় Balochistan Liberation Army. সেবারও বেশ কয়েক জন মারা যান। সেই নিয়ে সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি দেশের সরকারকে সতর্কও করেন। তিনি জানান, মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে বালুচিস্তান। আধাঁর নামলে আর চেনাই যায় না বালুচিস্তানকে। আর সেই আবহেই ফের বালুচিস্তানে সেনার কনভয়ে হামলা চালাল Balochistan Liberation Army.
গত সপ্তাহেই বালুচিস্তানে দু'টি অভিযানে Balochistan Liberation Army-র ১০ সদস্যকে নিকেশ করে পাক সেনা। কিন্তু বালুচিস্তানের দুর্গম এলাকায় নাশকতা ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পাক সেনাকে। মার্চ মাসে Balochistan Liberation Army যখন Jaffar Express হাইজ্যাক করে, সেই সময় ঘটনাস্থলে পৌঁছতেই সময় লেগে যায় তাদের।
বিগত দুই দশক ধরে অশান্ত বালুচিস্তান। Balochistan Liberation Army-র মতো বিচ্ছিন্নতাকামী সংগঠনগুলি পাকিস্তান সরকারের হাত থেকে বালুচিস্তান থেকে মুক্ত করতে চায়। বর্তমানে বালুচিস্তানের বিচ্ছিন্নতাকামী সংগঠনগুলির প্রভাবও রীতিমতো বেড়েছে বলে বোঝা যাচ্ছে। কারণ আর কোনও লুকোছাপা নয়, সরাসরি সামরিক বাহিনীকে নিশানা করছে তারা। গ্রাম থেকে শহর, সর্বত্র তাদের উপস্থিতি বোঝা যাচ্ছে।






















