এক্সপ্লোর
Advertisement
১ দিনে সেরে উঠেছেন ৩৬,১৪৫ জন করোনা রোগী, দেশে সর্বোচ্চ, সুস্থ হওয়ার হার ৬৩.৯২%
সবকটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে কেন্দ্রীয় সরকার পরামর্শ দিয়েছে টেস্ট, ট্র্যাক ও ট্রিট স্ট্র্যাটেজি মেনে চলতে।
কলকাতা: করোনা উদ্বেগের মধ্যেও আশার আলো আছে বইকী। দেশে করোনা রোগীর সংখ্যা যেমন বাড়ছে তেমনই পাল্লা দিয়ে বাড়ছে আরোগ্য লাভ করা মানুষের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৩৬,১৪৫ জন করোনা রোগী সেরে উঠেছেন, একদিনে এই সুস্থতার হার এখনও পর্যন্ত সর্বোচ্চ। করোনা থেকে সেরে ওঠার হার দেশে এখনও পর্যন্ত ৬৩.৯২ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, করোনায় মৃত্যুর হার আরও কমেছে, এখন তা ২.৩১ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের ড্যাশবোর্ড জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ৪৮৫,১১৪ জন অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন, ৩২,৭৭১ জনের মৃত্যু হয়েছে। দেখা যাচ্ছে, অ্যাকটিভ ও সেরে ওঠা রোগীর মধ্যে এখন ৪৩২,৪৫৩ জনের তফাত। পাশাপাশি এই প্রথম একদিনে ৪,৪০,০০০টির বেশি করোনা পরীক্ষা হয়েছে। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত ১ কোটি ৬০ লক্ষের বেশি মানুষের এই পরীক্ষা হয়েছে। মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, এই প্রথম কেন্দ্রীয় ল্যাবগুলি একদিনে ৩,৬৩,১৫৩ জনের করোনা পরীক্ষা করল। বেসরকারি ল্যাবগুলিতেও একদিনে ৭৯,৮৭৮ জনের পরীক্ষার রেকর্ড তৈরি হয়েছে।
সবকটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে কেন্দ্রীয় সরকার পরামর্শ দিয়েছে টেস্ট, ট্র্যাক ও ট্রিট স্ট্র্যাটেজি মেনে চলতে। এর ফলে করোনা পরীক্ষার সংখ্যা প্রচুর বাড়াতে হবে, হাসপাতালে পরিকাঠামো আরও ভাল করতে হবে, তাতে যুক্ত করতে হবে সরকারি-বেসরকারি ক্ষেত্রকে। কারণ দ্রুত ধরা পড়লে ও ব্যবস্থা নিলে করোনায় মৃতের সংখ্যা চোখে পড়ার মত কমে যাওয়ার প্রমাণ মিলেছে। এই পন্থা মেনে চলার ফলেই দেশে করোনা মৃতের সংখ্যায় চোখে পড়ার মত পতন ঘটেছে বলে দাবি করেছে মন্ত্রক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement