Rajouri Encounter: রাজৌরিতে সেনা-জঙ্গি গুলির লড়াই, নিহত ৫ ভারতীয় জওয়ান
রাজৌরির কান্দি ফরেস্টে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি। তল্লাশির সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ৫ জওয়ানের মৃত্যু।
নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গি গুলির লড়াই। গুলির লড়াইয়ে নিহত ৫ ভারতীয় জওয়ান। রাজৌরির কান্দি ফরেস্টে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি। তল্লাশির সময় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ৫ জওয়ানের মৃত্যু। আহত জওয়ানদের ভর্তি করা হয়েছে উধমপুরের কমান্ড হাসপাতালে।
নিহত ৫ ভারতীয় জওয়ান: সূত্র মারফত জানা যায়, রাজৌরির কান্দি এলাকায় জঙ্গি আনাগোনা রয়েছে। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এদিন সকালে টোটা গালি এলাকায় সেনাবাহিনীর একটি ট্রাকে হামলার ঘটনায় জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়। জঙ্গিদের খোঁজে সেনার একটি দল গুহায় প্রবেশ করে। সঙ্গে সঙ্গে জঙ্গিরা বিস্ফোরক ছুড়ে মারে। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সেনার। বাকিদের গুরুতর অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। সেনার তরফে জানানো হয়েছে, আহত তিন সেনার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শহিদ বাঙালি জওয়ান: জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ বাঙালি জওয়ান। শহিদ জওয়ানের নাম সিদ্ধান্ত ছেত্রী। প্যারা কমান্ডো সিদ্ধান্ত দার্জিলিংয়ের পালবাজারের বাসিন্দা।২০১৯-এ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন সিদ্ধান্ত। জঙ্গি মোকাবিলায় একাধিক অপারেশনে যোগ দেন সিদ্ধান্ত। শহিদ বাকি ৪ জওয়ানের ১ উত্তরাখণ্ডের, ২ জন হিমাচলের ও ১ জন জম্মুর বাসিন্দা।
বারামুলায় সংঘর্ষ: নিরাপত্তা বাহিনীর (Security Forces) সঙ্গে সংঘর্ষে জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) বারামুলায় নিহত ২ জঙ্গি (Terrorists Killed)। বৃহস্পতিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তাদের সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে মারা যায় ২ জঙ্গি। ঘটনাস্থল থেকে AK 47 রাইফেল এবং একটি পিস্তল উদ্ধার হয়েছে। এর আগে, গত কাল কুপওয়াড়ায় সেনা-জঙ্গি সংঘর্ষে ২ জঙ্গির প্রাণ যায়। বৃহস্পতিবার খুব ভোরে বারামুলার ওয়ানিগাম পায়িন ক্রিরি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের। সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, বিশেষ সূত্রে খবর পেয়ে ওই এলাকায় কর্ডন অ্যান্ড সার্চ অভিযান শুরু করেছিল নিরাপত্তা বাহিনী। হঠাতই গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা, দাবি নিরাপত্তা বাহিনীর। কাশ্মীর জোন পুলিশ ট্য়ুইট করে গোটা ঘটনার কথা জানায়। সঙ্গে এও জানানো হয়, নিহত দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে। পরে কাশ্মীর পুলিশের এডিজি, বিজয় কুমার বলেন, 'শাকির মাজিদ নাজার এবং হানান আহমেদ শেহ নামে লস্কর-ই-তৈবা-র দুই সদস্য মারা গিয়েছে। দু'জনেই শোপিয়ান জেলার বাসিন্দা।'
আরও পড়ুন: Health Tips: গরমে ভোগাচ্ছে আর্থারাইটিস? সঠিক পানীয়ে মিলবে সুরাহা