এক্সপ্লোর
৬৮ দিন পর কাল কাশ্মীরে ফের চালু হচ্ছে পোস্টপেড মোবাইল পরিষেবা?
ওই অফিসাররা বলেছেন, প্রথমে পোস্টপেড মোবাইল, পরে প্রিপেড মোবাইল পরিষেবা ফের শুরু করা হবে, এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোস্টপেড মোবাইল পরিষেবার জন্য গ্রাহক পরিচিতি ঠিকঠাক খতিয়ে দেখতে হবে বলেও জানিয়েছেন তাঁরা।

শ্রীনগর: শনিবার কাশ্মীরে ফের পোস্টপেড মোবাইল পরিষেবা চালু হওয়ার ইঙ্গিত মিলল। কেন্দ্রের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পরই এই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। টানা ৬৮দিন নিষেধাজ্ঞা বহাল থাকার পর ফের তা সচল হতে পারে বলে জানিয়েছেন সরকারি শীর্ষকর্তারা। যদিও একইসঙ্গে কাশ্মীর উপত্যকায় ইন্টারনেট পরিষেবা ফের পাওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন তাঁরা। ওই অফিসাররা বলেছেন, প্রথমে পোস্টপেড মোবাইল, পরে প্রিপেড মোবাইল পরিষেবা ফের শুরু করা হবে, এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোস্টপেড মোবাইল পরিষেবার জন্য গ্রাহক পরিচিতি ঠিকঠাক খতিয়ে দেখতে হবে বলেও জানিয়েছেন তাঁরা। কাশ্মীর উপত্যকায় প্রায় ৬৬ লক্ষ মোবাইল পরিষেবাভোগী আছেন, যাঁদের প্রায় ৪০ লক্ষ পোস্টপেড পরিষেবা নেন। জম্মু ও কাশ্মীরের দরজা পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। এর দুদিন বাদেই ফের পোস্টপেড মোবাইল পরিষেবা নতুন করে চালুর কথা ভাবা হচ্ছে। পর্যটন সংস্থাগুলির কর্তারা প্রশাসনের কাছে দরবার করে সওয়াল করেছিলেন, মোবাইল ফোন কাজ না করলে পর্যটকরা কাশ্মীর উপত্যকায় আসার ব্যাপারে আগ্রহী হবেন না। গত ১৭ আগস্ট উপত্যকায় আংশিক ল্যান্ডলাইন ফোন পরিষেবা ফের চালু হয়, ৪ সেপ্টেম্বর নাগাদ সব ল্যান্ডলাইন সচল হয়। সংখ্যাটা প্রায় ৫০০০০। জম্মুতে বিধিনিষেধের জেরে বন্ধ হওয়ার কয়েকদিনের মধ্যেই ফের মোবাইল ফোন পরিষেবা সচল করা হয়, এমনকী আগস্টের মাঝামাঝি মোবাইল ইন্টারনেট পরিষেবাও ফিরে আসে। যদিও তার অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়ার পর ১৮ আগস্ট মোবাইলে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় প্রশাসন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















