দিল্লির সবাই আমার পরিবার, সবার জন্য কাজ করব: কেজরিবাল
LIVE
Background
নয়াদিল্লি: আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই, দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নিতে চলেছেন আম আদমি পার্টির (আপ) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিবাল। একটা সময় অণ্ণা হজারের সঙ্গে এই রামলীলা ময়দানে দুর্নীতিবিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন কেজরিবাল। আজ মুখ্যমন্ত্রীর হ্যাটট্রিকের জন্য এই ময়দানকেই বেছে নিয়েছেন তিনি।
দুপুর সওা ১২টা নাগাদ শপথগ্রহণ করবেন তিনি। অনুষ্ঠানটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে, এদিন তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে ভিনরাজ্যের কোনও মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানাননি তিনি। তার বদলে, তিনি দিল্লির আমজনতাকে আমন্ত্রণ করেছেন।
তবে, অবশ্যই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ করা হয়েছে। যদিও, বারাণসীতে এদিন মোদির পূর্ব-ঘোষিত অনুষ্ঠান থাকায় তিনি সম্ভবত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। শপথগ্রহণ অনুষ্ঠানে দিল্লির সাত লোকসভা কেন্দ্রের সাত বিজেপি সাংসদ, বিধানসভা নির্বাচনে জয়ী আটজন বিধায়ককেও আমন্ত্রণ করা হয়েছে। পাশাপাশি, দিল্লি পুরসভার সকল কাউন্সিলররাও আমন্ত্রণ পেয়েছেন।
এছাড়া, সমাজের বিভিন্ন দিকের প্রায় ৫০ জন বিশিষ্ট, যাঁরা গত পাঁচ বছরে দিল্লির গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাঁরা মঞ্চে উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন একাধিক শিক্ষক। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘বেবি মাফলারম্যান’ অভ্যান তোমর।
এদিন কেজরিবাল ছাড়াও আরও ৬ আপ বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেবেন। তাঁরা হলেন- মণীশ সিসোদিয়া, সত্যন্দ্র জৈন, গোপাল রাই, কৈলাশ গহলৌত, ইমরান হুসেন এবং রাজেন্দ্র গৌতম।
এদিকে, কেজরিবালের এই শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করেছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে, প্রায় ২,০০০ থেকে ৩,০০০ পুলিশকর্মী মোতায়েন রয়েছেন। রয়েছে সিআরপি-র মতো আধা-সামরিক বাহিনীও। আকাশপথে নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন।