Assembly Elections Result Live: মণিপুরে ফল প্রকাশের আগে ৩ নেতাকে পাঠাল কংগ্রেস
Assembly Elections Result 2022 Live Updates: কাল ৫ রাজ্যের ভোটের ফল। কতটা প্রভাব বঙ্গ রাজনীতিতে? কী প্রভাব ২০২৪-এর ভোটে?
LIVE
Background
লখনউ: কাল উত্তরপ্রদেশ (Uttar Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand), মণিপুর (Manipur), পঞ্জাব (Punjab) ও গোয়া (Goa) বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2022) ফলপ্রকাশ। এই পাঁচ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশের ফল নিয়েই জাতীয় রাজনীতিতে আগ্রহ সবচেয়ে বেশি। ২০২৪-এর লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের ফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
কার দখলে লখনউয়ের তখত? সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এবারও দেশের সবচেয়ে বড় বিধানসভায় ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি। সমীক্ষক সংস্থা সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের মধ্যে ২২৮ থেকে ২৪৪টি আসনে জিতে ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি ও তার সহযোগীরা। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও জয়ন্ত চৌধুরীর আরএলডি জোট জিততে পারে ১৩২ থেকে ১৪৮টি আসনে। ১৩ থেকে ২১টি আসনে জিততে পারে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪ থেকে ৮টি আসন। ২ থেকে ৬টি আসন যেতে পারে অন্যদের ঝুলিতে।
সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ও তার সহযোগীরা পেতে পারে ৪১ শতাংশ ভোট। ৩৪ শতাংশ ভোট যেতে পারে সমাজবাদী পার্টি-আরএলডি জোটের পক্ষে। মায়াবতীর বিএসপি পেতে পারে ১৭ শতাংশ ভোট। ৫ শতাংশ ভোট যেতে পারে কংগ্রেসের ঝুলিতে এবং অন্যরা প্রায় ৩ শতাংশ ভোট পেতে পারে উত্তরপ্রদেশে।
এই বুথ ফেরত সমীক্ষার ক্ষেত্রে সমীক্ষকরা কথা বলেছেন উত্তরপ্রদেশের ১ লক্ষ ৪ হাজার ৫৫৬ জন ভোটারের সঙ্গে। স্টেট লেভেল-এ মার্জিন অফ এরর প্লাস মাইনাস ৩ শতাংশ।
সি ভোটার, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, পোল স্ট্র্যাট বা জন কি বাত, সবারই বুথ ফেরত সমীক্ষায় পঞ্জাবে পালাবদলের ইঙ্গিত। ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দ্বিতীয় স্থানে থাকতে পারে কংগ্রেস। বিজেপি ও অমরিন্দর সিংহের দলের জোটের ঝুলিতে যেতে পারে সামান্য কিছু আসন।
গোয়ার পাশাপাশি মণিপুর বিধানসভার ফলও হতে পারে ত্রিশঙ্কু! এমনটাই ইঙ্গিত সি ভোটারের এক্সিট পোলে। উল্টোদিকে গ্রাউন্ড জিরো রিসার্চের এক্সিট পোলে পাল্লা ভারী বিজেপির।
সি ভোটার, জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় গোয়া বিধানসভার ফল ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত। অন্যদিকে, সিএনএক্সের এক্সিট পোল বলছে, ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে বিজেপি। গ্রাউন্ড জিরো রিসার্চের এক্সিট পোলে পাল্লা ঝুঁকে কংগ্রেসের দিকে। কয়েকটি আসন যেতে পারে তৃণমূল-এমজিপি জোটের ঝুলিতে।
এবার উত্তরাখণ্ড বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারে কংগ্রেস। এমনই ইঙ্গিত, সি ভোটার, ম্যাট্রিজের এক্সিট পোলে। যদিও ভেটো এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুযায়ী, উত্তরাখণ্ডে বিজেপিই ক্ষমতা ধরে রাখতে পারে।
Assembly Poll Result 2022: পঞ্জাবে ক্ষমতায় আসতে পারে আপ
উত্তরপ্রদেশের পাশাপাশি গোয়া এবং পঞ্জাবের ভোটের ফলও বেরোবে বৃহস্পতিবার। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, পঞ্জাবে আম আদমি পার্টি একাই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে। তবে গোয়া বিধানসভা নির্বাচনে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠ না-ও হতে পারে।
Assembly Elections Result Live: ইভিএম বিতর্ক নিয়ে সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি
ভোটের ফল প্রকাশের আগে বারাণসীর ইভিএম বিতর্ক নিয়ে সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে, অখিলেশ যাদব অভিযোগ করেন, বারাণসীতে ইভিএম সরানোর সময় স্থানীয় প্রার্থীকে খবরই দেওয়া হয়নি। বারাণসীর জেলাশাসকের দিকে সরাসরি আঙুল তুলে নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনেন তিনি। বুধবার ইভিএম নিয়ে অব্যবস্থার অভিযোগে বারাণসীর অতিরিক্ত জেলাশাসককে সরানো হয়েছে। অন্যদিকে, গণনার আগে লখনউয়ে বিভিন্ন স্ট্রং রুমের বাইরে শিবির করে বসে পড়েছেন সমাজবাদী পার্টির কর্মীরা।
Assembly Poll Result 2022: রাত পেরোলেই ৫ রাজ্যে ভোটের ফল
রাজ্য রাজনীতির পাশাপাশি এখন নজর রয়েছে উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের দিকেও। সাড়ে তিন দশকের রেকর্ড ভেঙে যোগী আদিত্যনাথ কি দ্বিতীয়বার ক্ষমতায় ফিরবেন? নাকি অখিলেশের সাইকেলের সামনে থমকে যাবে আদিত্যনাথের বুলডোজার? নানা প্রশ্ন ঘোরাফেরা করছে উত্তরপ্রদেশের ফল নিয়ে।
Assembly Elections Result Live: ইভিএমে কারচুপির আশঙ্কা
রাত পোহালেই উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ ৫ রাজ্যের ভোট গণনা। ইভিএমে কারচুপির আশঙ্কায় লখনউয়ে এসপি, বিএসপি, কংগ্রেসের পাহারা।
Assembly Poll Result 2022: ভয় পাচ্ছে কংগ্রেস, দাবি গোয়ার মুখ্যমন্ত্রীর
প্রার্থীরা অন্য দলে চলে যেতে পারেন বলে ভয় পাচ্ছে কংগ্রেস। সেই কারণেই তাঁদের রিসর্টে নিয়ে গিয়ে রাখা হয়েছে, দাবি গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্তের।