
Assembly Elections Result Live: মণিপুরে ফল প্রকাশের আগে ৩ নেতাকে পাঠাল কংগ্রেস
Assembly Elections Result 2022 Live Updates: কাল ৫ রাজ্যের ভোটের ফল। কতটা প্রভাব বঙ্গ রাজনীতিতে? কী প্রভাব ২০২৪-এর ভোটে?
LIVE

Background
Assembly Poll Result 2022: পঞ্জাবে ক্ষমতায় আসতে পারে আপ
উত্তরপ্রদেশের পাশাপাশি গোয়া এবং পঞ্জাবের ভোটের ফলও বেরোবে বৃহস্পতিবার। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, পঞ্জাবে আম আদমি পার্টি একাই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে। তবে গোয়া বিধানসভা নির্বাচনে কোনও দল একক সংখ্যাগরিষ্ঠ না-ও হতে পারে।
Assembly Elections Result Live: ইভিএম বিতর্ক নিয়ে সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি
ভোটের ফল প্রকাশের আগে বারাণসীর ইভিএম বিতর্ক নিয়ে সরগরম উত্তরপ্রদেশের রাজনীতি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে, অখিলেশ যাদব অভিযোগ করেন, বারাণসীতে ইভিএম সরানোর সময় স্থানীয় প্রার্থীকে খবরই দেওয়া হয়নি। বারাণসীর জেলাশাসকের দিকে সরাসরি আঙুল তুলে নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনেন তিনি। বুধবার ইভিএম নিয়ে অব্যবস্থার অভিযোগে বারাণসীর অতিরিক্ত জেলাশাসককে সরানো হয়েছে। অন্যদিকে, গণনার আগে লখনউয়ে বিভিন্ন স্ট্রং রুমের বাইরে শিবির করে বসে পড়েছেন সমাজবাদী পার্টির কর্মীরা।
Assembly Poll Result 2022: রাত পেরোলেই ৫ রাজ্যে ভোটের ফল
রাজ্য রাজনীতির পাশাপাশি এখন নজর রয়েছে উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের দিকেও। সাড়ে তিন দশকের রেকর্ড ভেঙে যোগী আদিত্যনাথ কি দ্বিতীয়বার ক্ষমতায় ফিরবেন? নাকি অখিলেশের সাইকেলের সামনে থমকে যাবে আদিত্যনাথের বুলডোজার? নানা প্রশ্ন ঘোরাফেরা করছে উত্তরপ্রদেশের ফল নিয়ে।
Assembly Elections Result Live: ইভিএমে কারচুপির আশঙ্কা
রাত পোহালেই উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ ৫ রাজ্যের ভোট গণনা। ইভিএমে কারচুপির আশঙ্কায় লখনউয়ে এসপি, বিএসপি, কংগ্রেসের পাহারা।
Assembly Poll Result 2022: ভয় পাচ্ছে কংগ্রেস, দাবি গোয়ার মুখ্যমন্ত্রীর
প্রার্থীরা অন্য দলে চলে যেতে পারেন বলে ভয় পাচ্ছে কংগ্রেস। সেই কারণেই তাঁদের রিসর্টে নিয়ে গিয়ে রাখা হয়েছে, দাবি গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাবন্তের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
