(Source: ECI/ABP News/ABP Majha)
Bipin Rawat: কপ্টার দুর্ঘটনায় 'গুরুতর আহত' বিপিন রাওয়াত, সুস্থতা কামনা করে টুইট রাহুল-মমতার
Bipin Rawat Helicopter Crash: সস্ত্রীক বিপিন রাওয়াতকে নিয়ে তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরি পাহাড়ে ভেঙে পড়ল বায়ুসেনার এমআই-17 কপ্টার। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
নয়া দিল্লি: বিপিন রাওয়াতকে (Bipin Rawat) নিয়ে তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ল সেনার কপ্টার। প্রার্থনা করি, সুরক্ষিত রয়েছেন সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং কপ্টারের বাকি যাত্রীরা। এখনও পর্যন্ত খবর বিপিন রাওয়াতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা গুরুতর বলেই জানা গিয়েছে। এদিকে তাঁর ও দুর্ঘটনার কবলে যারা পড়েছেন, তাঁদের জন্য সুস্থতা কামনা করে ট্যুইট করলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী।
এদিন, সস্ত্রীক বিপিন রাওয়াতকে নিয়ে তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরি পাহাড়ে ভেঙে পড়ল বায়ুসেনার এমআই-17 কপ্টার। দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৩ জন। বিপিন রাওয়াতের অবস্থা আশঙ্কাজনক। মিনিট কুড়ির যাত্রায় ওড়ার ৮-১০ মিনিটের মধ্যে বেলা ১২টা ৪০ মিনিটে কুয়াশায় মোড়া তামিলনাড়ু ও কর্ণাটক সীমানায় জঙ্গলে ঘেরা নীলগিরি পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে বায়ুসেনার কপ্টার। এরপরই তাতে আগুন ধরে যায়।
বিপিন রাওয়াতের দুর্ঘটনার খবর নিয়ে উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন টুইট করে তিনি বলেন, "কুন্নুরের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। আজ গোটা দেশ সিডিএস বিপিন রাওয়াত এবং তাঁর পরিবারের সদস্য যারা ওই হেলিকপ্টারে ছিলেন তাঁদের সুস্থতা কামনা করছি ও সকলের।"
আরও পড়ুন, তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার, সওয়ার ছিলেন বিপিন রাওয়াত
দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ছাড়াও ছিলেন নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা ও হাবিলদার সত্পাল। কীভাবে দুর্ঘটনা, জানতে তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা। পরিস্থিতি সম্পর্কে ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রীকে জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কীভাবে দুর্ঘটনা, জানতে তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা। পরিস্থিতি সম্পর্কে ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রীকে জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সংসদে বিবৃতি দেওয়ার পাশাপাশি এদিন ঘটনাস্থলেও যেতে পারেন প্রতিরক্ষামন্ত্রী।
দুর্ঘটনাগ্রস্ত কপ্টারে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ছাড়াও ছিলেন নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা ও হাবিলদার সত্পাল।