Rahul on POCSO Act Violation: দিল্লির নির্যাতিতা নাবালিকার পরিবারের পরিচয় প্রকাশের জন্য রাহুলের বিরুদ্ধে ব্যবস্থার দাবি বিজেপির
বিজেপি এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য রাহুল গাঁধী ব্যবহার করছেন বলে অভিযোগ করেছে।
নয়াদিল্লি : এক নাবালিকাকে ধর্ষণ করে খুন। তারপর তার বাবাকে না জানিয়েই দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তাল দিল্লি। ঘটনা ঘিরে রাজধানীতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী নাবালিকার বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে দেখা করেন। এর পরই বিজেপি এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য রাহুল গাঁধী ব্যবহার করছেন বলে অভিযোগ করেছে।
নির্যাতিতা নাবালিকা ও তার পরিবারের পরিচয় প্রকাশ করে দেওয়ায় রাহুল গাঁধীর তীব্র সমালোচনা করেছে বিজেপি। এক সাংবাদিক বৈঠকে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, রাহুল গাঁধীর ট্যুইট পকসো আইনের ২৩ ধারা ও জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন আইনের ৭৪ ধারা লঙ্ঘন করেছে। এই ধারাগুলি অনুসারে, নাবালিকার পরিচয় প্রকাশ করা নিষিদ্ধ। রাহুল গাঁধী ওই নাবালিকার পরিবারের পরিচয় প্রকাশ করেছেন এবং গোটা ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার কাজে ব্যবহার করছেন।
এর আগে রাহুল গাঁধী ট্যুইটারে ওই নাবালিকার বাবা-মায়ের সঙ্গে তাঁর দেখা করার ছবি শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, বাবা-মায়ের কান্না একটা কথাই বলছে.. তাঁদের মেয়ে, দেশের মেয়ের ন্যায় বিচার প্রাপ্য। আর এই ন্যায় বিচারের লড়াইয়ে আমি তাঁদের পাশে রয়েছি।
সম্বিত পাত্র এদিন বলেছেন, গতকাল রাহুল গাঁধী ট্যুইট করে বলেছিলেন যে, দলিতের কন্যা দেশের কন্যা। নির্যাতিত সুবিচার পাক, এর অন্য কোনও বিকল্প নেই। ন্যায় বিচার দিতেই হবে। কিন্তু রাজস্থান, পঞ্জাব ও ছত্তিসগঢ়েও দলিত কন্যারা জঘন্য অপরাধের শিকার হচ্ছেন। তাঁরা কি দেশের কন্যা নয়।
একইসঙ্গে বিজেপি মুখপাত্র শিশু অধিকার রক্ষা সংক্রান্ত জাতীয় কমিশনের কাছে পকসো আইনে ওয়েনাড়ের সাংসদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। সম্বিত পাত্র বলেছেন, রাহুল গাঁধীকে এ ব্যাপারে অবশ্যই নোটিশ দেওয়া উচিত।
সম্বিত পাত্র বলেছে, কেউ ভিআইপি নন। রাহুল গাঁধীকে এ জন্য জবাবদিহি করতে হবে।
সম্বিত পাত্র জানতে চেয়েছে, রাহুল গাঁধীর কি জানা ছিল না, না ইচ্ছাকৃতভাবে এই দুর্ভাগ্যজনক ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা তুলতে পকসো আইন সম্পর্কে অজ্ঞতা দেখানোর চেষ্টা করেছেন?
উল্লেখ্য, এই ঘটনায় এক পুরোহিত-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। নাবালিকার পরিবারের অভিযোগ, রবিবার জল আনতে গিয়ে বাড়ি ফেরেনি ৯ বছরের নাবালিকা। ধর্ষণ করে খুনের পর পরিবারকে না জানিয়েই নাবালিকার দেহ পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।