লাদাখে নিজেদের ফরোয়ার্ড পোস্টে লাউড স্পিকার বসিয়ে পাঞ্জাবী গান বাজাল চিনা সেনা!
চিনের সেনা যে ফরোয়ার্ড পোস্টে রয়েছে, তার ওপর ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনা
![লাদাখে নিজেদের ফরোয়ার্ড পোস্টে লাউড স্পিকার বসিয়ে পাঞ্জাবী গান বাজাল চিনা সেনা! China puts up loudspeakers at Finger 4, play Punjabi songs for Indian troops! লাদাখে নিজেদের ফরোয়ার্ড পোস্টে লাউড স্পিকার বসিয়ে পাঞ্জাবী গান বাজাল চিনা সেনা!](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/09/08124657/ladakh-india-china-lac.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লেহ্: লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এবার চিনের নতুন নাটক! ফিঙ্গার ফোর-এ ভারতীয় সেনা অবস্থান মজবুত করার পরই চিন তাদের ফরোয়ার্ড পোস্টে লাউড স্পিকারে পাঞ্জাবী গান বাজাতে শুরু করেছে।
সেনা সূত্রে খবর, চিনের সেনা যে ফরোয়ার্ড পোস্টে রয়েছে, তার ওপর ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনা। এবার ওই ফরোয়ার্ড পোস্ট থেকে লাউডস্পিকারে বাজানো হচ্ছে পাঞ্জাবী গান।
সম্প্রতি ওই এলাকাতেই উত্তেজক পরিস্থিতি তৈরি হয়। শূন্যে ১০০ রাউন্ডের বেশি গুলি ছোড়া হয়। এরপরই চিনের সেনার এই কাজ। সেনা সূত্রের খবর, সম্ভবত ভারতীয় জওয়ানদের মনঃসংযোগ ছিন্ন করতেই এই কৌশল অবলম্বন করেছে তারা। অথবা, চাপমুক্ত হওয়ার জন্যই এই গান চালানো হচ্ছে।
সীমান্ত সংঘাতের আবহে গত ২০ দিনে অন্তত তিনবার দুপক্ষের মধ্যে শূন্যে গুলি চালিয়ে হুঁশিয়ারিমূলক ফায়ারিং করার ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটি ঘটে ২৯-৩১ অগাস্টের মধ্য়ে যখন প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে কয়েকটি পাহাড়ের চূড়া দখল করতে চায় চিনা সেনা এবং ভারত তাতে রুখে দাঁড়ায়।
দ্বিতীয় ঘটনাটি ঘটে সেপ্টেম্বর ৭ তারিখ মুখপরি পার্বত্য অঞ্চলে। তৃতীয় ঘটনাটি ঘটে ঠিক পরের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর প্যাংগং লেকের উত্তর প্রান্তে। সূত্রের খবর, উভয় পক্ষই ১০০ থেকে ২০০ রাউন্ড গুলি শূন্যে ছুঁড়ে পরস্পরকে হুঁশিয়ারি দেয়।
লাদাখে যখন এই ঘটনা ঘটছে, সেই সময় মস্কোয় বৈঠক করছেন দুদেশের বিদেশমন্ত্রীরা। সেখানে স্থির হয়, সীমান্ত সমস্যা সমাধানে সেনা কোর কমান্ডার পর্যায়ের বৈঠক হবে। যদিও, তার স্থান ও সময় এখনও নির্ধারিত হয়নি।
সীমান্ত সমস্যা সমাধানে সামরিক ও কূটনৈতিক পর্যায়ে একাধিক বৈঠক করেছে ভারত ও চিন। কিন্তু, এখনও পর্যন্ত কোনও সুষ্ঠু সমাধান মেলেনি।
গত এপ্রিল-মে মাসে চিনা সেনা প্যাংগং লেকের কংরুং নালা, গোগরা ও ফিঙ্গার এরিয়ায় অনুপ্রবেশ করার পর থেকে সীমান্ত সংঘাতে জড়িয়েছে দুই দেশ।
চিনা আগ্রাসন প্রতিহত করতে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রায় ৫০ হাজার বাহিনী মোতায়েন করেছে ভারত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)