এক্সপ্লোর
Advertisement
রাজনৈতিক হিংসায় ৫৪ বিজেপি কর্মীর হত্যার খবর মিথ্যা, ট্যুইট, মোদির শপথে যাচ্ছেন না মমতা
মঙ্গলবার মমতা বৃহস্পতিবার মোদির প্রধানমন্ত্রী পদে ও তাঁর বাকি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে যাওয়ার কথা স্পষ্ট করেন। এটা সাংবিধানিক সৌজন্য বলে তিনি জানান। কিন্তু ২৪ ঘণ্টা না কাটতেই ট্যুইটে সিদ্ধান্ত বদলের ঘোষণা করেন।
কলকাতা: আগের সিদ্ধান্ত বদলে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণে সাম্প্রতিক কালে এ রাজ্যে রাজনৈতিক হিংসায় নিহত বলে দাবি করা ৫৪ জন বিজেপি কর্মীর পরিবারের লোকজনকে হাজির থাকার আমন্ত্রণ জানানোর খবরের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মমতা ট্যুইট করেছেন, ৫৪ জন বিজেপি কর্মীর রাজনৈতিক হিংসার বলি হওয়ার মিডিয়ার মিথ্যা খবরের জন্য ওখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ৫৪ জন রাজনৈতিক হিংসায় প্রাণ হারিয়েছেন, এটা সর্বৈব মিথ্যা।
মঙ্গলবার মমতা বৃহস্পতিবার মোদির প্রধানমন্ত্রী পদে ও তাঁর বাকি মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে যাওয়ার কথা স্পষ্ট করেন। এটা সাংবিধানিক সৌজন্য বলে তিনি জানান। কিন্তু ২৪ ঘণ্টা না কাটতেই ট্যুইটে সিদ্ধান্ত বদলের ঘোষণা করেন। লেখেন, অভিনন্দন নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি। সাংবিধানিক আমন্ত্রণ গ্রহণ করে শপথ নেওয়ার সভায় উপস্থিত থাকার কথা ভেবেছিলাম। কিন্তু মিডিয়া রিপোর্টে দেখছি, বিজেপি দাবি করছে, ১ বছরে রাজনৈতিক হিংসায় ৫৪ জন খুন হয়েছেন বাংলায়। এটা একেবারে অসত্য। রাজ্যে কোনও রাজনৈতিক হত্যা হয়নি। ব্যক্তিগত বিদ্বেষ, শত্রুতা, পারিবারিক বিবাদ ও অন্যান্য বিরোধ, ঝগড়ায় এইসব মৃত্যু ঘটে থাকতে পারে, কিন্তু এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। আমাদের কাছে এমন কোনও তথ্য নেই।
The oath-taking ceremony is an august occasion to celebrate democracy, not one that should be devalued by any political party pic.twitter.com/Mznq0xN11Q
— Mamata Banerjee (@MamataOfficial) May 29, 2019
মমতা ট্যুইটে আরও লেখেন, সুতরাং, দুঃখিত নরেন্দ্র মোদিজি, এজন্যই শপথ গ্রহণ অনুষ্ঠানে না যেতে বাধ্য হলাম। এই অনুষ্ঠান গণতন্ত্র উদযাপনের এক পবিত্র উপলক্ষ্য। এটা এমন অনুষ্ঠান নয়, যার মর্যাদা এমন কোনও রাজনৈতিক দল খাটো করবে যারা তাকে রাজনৈতিক ফায়দা তোলার অস্ত্র হিসাবে ব্যবহার করে। আমায় মার্জনা করবেন।
প্রসঙ্গত, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের প্রচারে মোদি ও মমতা, দুজনেই পরস্পরের বিরুদ্ধে সপ্তমে সুর চড়িয়েছিলেন। শেষ পর্যন্ত রাজ্যে তৃণমূলের দূর্গে বড় আঘাত হেনে ১৮টি লোকসভা ভোট ঝুলিতে পুরেছে বিজেপি। এই অভাবনীয় সাফল্যের পরও তৃণমূলে ফাটল ধরিয়েছে বিজেপি। মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় সহ তিন শাসক দলের বিধায়ক, প্রায় ৬০ জন পুরপ্রতিনিধি সদলবলে বিজেপিতে যোগ দিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আজ ফোকাস-এ
জেলার
জেলার
Advertisement