এক্সপ্লোর
রাস্তায় শ্লীলতাহানি-কটূক্তি, মেয়েদেরই স্কুল-কলেজে না যাওয়ার ফতোয়া বিহারের সহর্ষের গ্রাম পঞ্চায়েতের

সহর্ষ: রাস্তাঘাটে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনও মেয়ে স্কুল-কলেজে যাবে না। এমনই নির্দেশ দিল বিহারের সহর্ষের একটি গ্রাম পঞ্চায়েত। ফলে ওই গ্রামের ১৭ জন ছাত্রীর কলেজে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। পুলিশ ও জেলা প্রশাসন ওই ছাত্রীদের বাবা-মাকে বোঝানোর চেষ্টা করছে। তবে এখনও ফল হয়নি। সহর্ষের পুলিশ সুপার রাকেশ কুমার জানিয়েছেন, এ মাসের ৪ তারিখ একপড়া গ্রামের তিনটি মেয়ে সাইকেলে চেপে কোচিং ক্লাসে যাচ্ছিল। সেই সময় কয়েকজন যুবক তাদের পথ আটকে কটূক্তি ও শ্লীলতাহানি করে। একটি মেয়ের দুই দাদা প্রতিবাদ জানালে তাঁদের মারধর করে অভিযুক্তরা। এই ঘটনার পরেই মেয়েদের স্কুল-কলেজে না যাওয়ার ফতোয়া দিয়েছে পঞ্চায়েত। দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বিহারে প্রকাশ্যে শ্লীলতাহানির ঘটনা নতুন কিছু নয়। কয়েকদিন আগেই সুপাউলে অভব্য আচরণের প্রতিবাদ করায় হস্টেলে ঢুকে ৩০ জন স্কুলছাত্রীকে মারধর করা হয়েছে। এর আগে প্রকাশ্যে শ্লীলতাহানির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এবার সহর্ষের এই ঘটনায় ফের বিহারের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















