India Corona Updates:গত ২৪ ঘণ্টায় বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে মৃত ৮১৭
দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লক্ষ ৯ হাজার ৫৫৭। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৬০ হাজার ৭০৪।
নয়াদিল্লি: দেশে করোনায় দৈনিক মৃত্যু কমলেও ফের বাড়ল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮১৭ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৮৯২। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫ হাজার ২৮ জনের।
দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭ লক্ষ ৯ হাজার ৫৫৭। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৬০ হাজার ৭০৪। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লক্ষ ৪৩ হাজার ৮২৫ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৪৪ হাজার ২৯১।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৩৩ জন। মৃতের সংখ্যা ছিল ৯৩০।
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে যে, মোট আক্রান্তর তুলনায় অ্যাক্টিভ আক্রান্তের হার ১.৫০ শতাংশ।সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.১৮ শতাংশ।
সাপ্তাহিক পজিটিভিটি রেট রয়েছে ৫ শতাংশের কম। বর্তমানে এই হার ২.৩৭ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ২.৪২ শতাংশ। পর পর ১৭ দিন ধরে এই হার ৩ শতাংশের কম রয়েছে। দেশে এখনও পর্যন্ত করোনার ৪২.৫২ কোটি নমুনা পরীক্ষা করা হয়েছে।
৭ জুলাই পর্যন্ত দেশজুড়ে প্রায় ৩৫ কোটি ৪৮ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল ৩৩ লক্ষ ৮১ হাজার টিকা প্রদান করা হয়েছে।
মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৬৪৮। সবমিলিয়ে রাজ্যে করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৫,৩৫,৯১৬। গত একদিনে মৃত্যু হয়েছে ১১ জন করোনা আক্রান্তর।
মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৩৪ হাজার ৭০৩। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৩৯ হাজার ৭৯৬। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৪৩ হাজার ৭১। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৪৪ হাজার ১১১। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ৪৬ হাজার ৬১৭।